দুর্গাপুরে ম্যানেজমেন্ট ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, র্যাগিংয়ের শিকার পরিবারের অভিযোগ
আমার কথা, দুর্গাপুর, ১১ ফেব্রুয়ারী:
দুর্গাপুরের নিউটউনশিপ থানার ফুলঝোড় মোড় সংলগ্ন বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের হোস্টেলে প্রথম বর্ষের বি.বি.এ পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। মৃত পড়ুয়ার নাম রাজদীপ সরকার(১৮)। পূর্ব বর্ধমানের আউসগ্রামের দাড়িয়াপুরের বাসিন্দা। মৃত পড়ুয়ার জেঠু চঞ্চল সরকার অভিযোগ করেন, কলেজের তরফে জানানো হয় আজ দুপুর ১টা ৩০ নাগাদ কলেজের হোস্টেলের ছাদ থেকে পড়ে গিয়েছে রাজদীপ। গুরুতর আহত অবস্থায় তাকে বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হাসপাতালে পৌঁছাতেই খবর পান মৃত্যু হয়েছে রাজদীপের। রাজদীপের চোখে মুখে রয়েছে আঘাত। কলেজে গিয়ে তারা জানতে চান কিভাবে মৃত্যু হল তাঁদের ছেলের? তখন কলেজ কর্তৃপক্ষ প্রথমে জানান খাট থেকে পড়েছিল রাজদীপ। তারপর আবার জানান, ফোন করতে করতে পড়ে গিয়েছে। তিনি বলেন, কলেজের পক্ষ থেকে স্পষ্ট ভাবে তাদের কিছু জানানো হচ্ছে না। এদিকে রাজদীপের রুমমেট তিনজনের সাথে কোনো যোগাযোগ করতে পারেননি তার পরিবার কারন তিনজনের ফোন সুইচ অফ বলে জানানো হয় রাজদীপের পরিবার। হোস্টেলের ওই রুমে রাজদীপের সাথে থাকা তিন সহপাঠী, কলেজ কর্তৃপক্ষ এবং হোস্টেল সুপারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে মৃতের পরিবারের পক্ষ থেকে এবং তারা র্যাগিং এর অভিযোগও তুলেছেন। অন্যদিকে র্যাগিং এর অভিযোগ অস্বীকার করেছে কলেজ কর্তৃপক্ষ। কলেজের প্রিন্সিপাল রাজদীপ রায় মৃতের পরিবারকে জানান কিভাবে এই ঘটনা ঘটল সেটা অবশ্যই খতিয়ে দেখা হবে।পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্তে নেমেছে নিউ টাউনশিপ থানার পুলিশ।