মর্মান্তিক দুর্ঘটনা! খনি গর্ভে বেল্টে পেঁচিয়ে শ্রমিকের মৃত্যু
আমার কথা, লাউদোহা, ৪ ফেব্রুয়ারী
খনির নিচে কনভেয়ার বেল্টে জড়িয়ে মৃত্যু হল শ্রমিকের মৃত শ্রমিকের নাম কানাইলাল ঘোষ।। মঙ্গলবার ঘটনাটি ঘটে ইপিএলের ঝাঁঝরা এমআইসি কোলিয়ারিতে। ক্ষতিপূরণ, চাকরির দাবিতে দেহ রেখে বিক্ষোভ সহকর্মীদের।
ইসিএলের ঝাঁঝরা এমআইসি কোলিয়ারিতে মঙ্গলবার দুর্ঘটনায় মৃত্যু হয় কানাইলাল ঘোষ (৫৪) নামে এক শ্রমিকের। অন্যান্য দিনের মতো এদিন কানাই বাবু খনির নিচে সহকর্মীদের সাথে কাজ করছিলেন । আচমকা কনভয়ের বেল্ট এর মধ্যে পড়ে যান তিনি। বেল্টে জড়িয়ে যাওয়ায় ঘটনাস্থলে মৃত্যু হয় তার। দুর্ঘটনায় তার বাঁ হাতটি বিচ্ছিন্ন হয়ে যায় শরীর থেকে। ঘটনাটি ঘটে এদিন বেলা ১-টা নাগাত। জানা যায় কানাই বাবু এমআইসি কোলিয়ারিতে কাজ করলেও থাকতেন শ্যামসুন্দরপুর গ্রামে । খনির নিচে থেকে দেহটি উপরে ওঠানোর পর কোলিয়ারি চত্বরে শুরু হয় বিক্ষোভ। কর্তৃপক্ষের গাফিলতিতেই এই দুর্ঘটনা বলে দাবি করেন তৃণমূল প্রভাবিত শ্রমিক সংগঠন কয়লা খাদান শ্রমিক কংগ্রেসের এরিয়া ইউনিট সেক্রেটারি পলাশ পান্ডে। তিনি বলেন সুরক্ষার ব্যাপারে গুরুত্ব দেয় না কর্তৃপক্ষ । ফলে এই কোলিয়ারিতে দুর্ঘটনায় কম করে দু’তিনজন শ্রমিকের মৃত্যু হয় প্রতিবছর। দুর্ঘটনার তদন্ত, দোষী আধিকারিকদের চিহ্নিত করে শাস্তির পাশাপাশি মৃত শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ ও পরিবারের একজনকে চাকরিতে নিয়োগের দাবি জানানো হবে বলে পলাশ বাবু জানান।