কর্মরত অবস্থায় কারখানায় মৃত্যু শ্রমিকের, বিক্ষোভ
আমার কথা, কাঁকসা, ৩ আগস্ট:
কারখানায় কর্মরত অবস্থায় মৃত্যু হলো এক ঠিকা শ্রমিকের। ঘটনাটি ঘটেছে কাঁকসার বাঁশকোপা এলাকায় একটি বেসরকারি কারখানায়। শনিবার দুপুরে দেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়। পরে মৃতের দেহ কারখানার সামনে রেখে বিক্ষোভ ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা ও পরিবারের সদস্যরা। ঘটনাস্থলে খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা চালাতে গেলে পুলিশের সাথে গ্রামবাসীদের ধস্তাধস্তি শুরু হয়ে যায়।
জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম ছিদাম দাস। বয়স আনুমানিক ৫১ বছর। কাঁকসার বাঁশকোপা গ্রামে তার শ্বশুর বাড়ি। কর্মসূত্রে সে তার শ্বশুরবাড়িতেই থাকতো।শুক্রবার রাতের সে বেসরকারি ইস্পাত কারখানায় কাজে যোগ দেয়। রাত প্রায় ২টো নাগাদ কারখানার ভিতরে ডাম্প করে রাখা পাইপ থেকে একটি ভারী পাইপ শ্রমিকের উপর পরে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় ওই শ্রমিকদের।কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে ক্ষতিপূরণের দাবি তোলেন শ্রমিকরা ও গ্রামবাসীরা। দীর্ঘক্ষণ ধরে কারখানায় বিক্ষোভ দেখানোর পর শনিবার বিকালে পরিবারের সদস্যদের সাথে কারখানা কর্তৃপক্ষ বৈঠকে বসে। পরিবারের সাথে আলোচনা করার পর কারখানা কর্তৃপক্ষ ক্ষতিপূরণের আশ্বাস দিলে মৃতদেহ তুলে নিয়ে যায় গ্রামবাসীরা।