যুবকের মৃত্যু! উত্তাল পানাগড় ব্লক স্বাস্থ্যকেন্দ্র
আমার কথা, পানাগড়, ১২ আগস্ট:
এক যুবকের মৃত্যুর ঘটনায় চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে পরিবারের সদস্যদের বিক্ষোভের জেরে উত্তেজনা চড়ালো পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে।পরিবারের সদস্যদের বিক্ষোভের জেরে হাসপাতাল চত্বরে উত্তেজনার সৃষ্টি হলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার বিশাল পুলিশ। মৃত যুবকের নাম বীরেশ বাগদি(মিঠু)। বয়স আনুমানিক ২৭ বছর। মৃতের বাড়ি কাঁকসার তেলি পাড়া এলাকায়। পরিবারের সদস্যদের অভিযোগ, সোমবার ভোর রাত্রে পেটে অসহ্য যন্ত্রনা শুরু হলে ওই যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে হাসপাতালের চিকিৎসকরা তার চিকিৎসা করে বাড়ি পাঠিয়ে দেন। সকালে ফের পেটে যন্ত্রনা বাড়লে তাকে আবারও নিয়ে আসা হয় হাসপাতালে। অভিযোগ হাসপাতাল থেকে একটি ইনজেকশন দেওয়ার পরেই যুবকের বমি হয়। এরপরেই অচৈতন্য হয়ে পরে ওই যুবক। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ওই যুবকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালে ভিড় করেন গ্রামের বাসিন্দারা। হাসপাতাল জুড়ে উত্তেজনার সৃষ্টি হয়।
হাসপাতালের চিকিৎসক রথীন মুখার্জির দাবি ওই যুবককে ভোর ৪টা নাগাদ হাসপাতালে আনা হলে তাকে চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছিল। সকালে যখন তাকে হাসপাতালে আনা হয়েছিল তার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছিল।