দুর্গাপুরের ‘কনটেনমেন্ট’ এলাকাগুলি ঘোষণা, দোকান খোলার ‘সময়’ ও ‘নিয়মে’ পরিবর্তন

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৮ জানুয়ারীঃ
করোনা সংক্রমণ মহামারীর আকার ধারণ করেছে সারা রাজ্যে। বাদ পড়ে নি পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরও। তাই আজ থেকে দুর্গাপুর নগর নিগম এলাকায় বেশ কিছু জায়গা কনটেনমেন্ট ঘোষণা করল জেলা প্রশাসন। দুর্গাপুরের সিটি সেন্টারের অম্বুজা, রিকল পার্ক, সেন্ট্রাল পার্ক, উদয় শঙ্কর বীথি এবং ইস্পাত নগরীর অশোক এভিন্যু, রানা প্রতাপ, শিবাজী রোড এলাকাগুলিকে কনটেনমেন্ট ঘোষণা করা হয়।
যেভাবে সংক্রমণ ছড়াচ্ছে তাতে উদ্বেগ বাড়ছে সরকারের। দুর্গাপুরের বিভিন্ন বাজার গুলো দোকান খোলার ক্ষেত্রেও বিধি নিষেধ ঘোষণা করা হয়। সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত দোকান খোলা রাখার আবেদন জানানো হয় দুর্গাপুর চেম্বার অফ কর্মাসকে। এছাড়াও প্রতিদিন বিজোড় সংখ্যায় দোকান খুলতে হবে। আজ দুর্গাপুর মহকুমা শাসক, দুর্গাপুর নগর নিগমের কমিশনার, পুলিশ এবং চেম্বার অফ কর্মাস এর ভার্চুয়াল আলোচনার মাধ্যমে ঘোষণা করে প্রশাসন।
পশ্চিম বর্ধমান জেলায় কোভিড আক্রান্তের সংখ্যা গত পরশু ছিল ৯১৯, গতকাল তা বেড়ে হয়েছে ১০৪৩ জন। অর্থাৎ প্রতিদিন আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। এর ফলে কনটেনমেন্ট জোনের সংখ্যাও আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।