পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা, শাসকদলের দেওয়াল লিখনের সূচনা বিধায়কের হাত দিয়ে
আমার কথা, পান্ডবেশ্বরঃ
পঞ্চায়েত ভোট কখন হবে? এতদিন এই নিয়ে ছিল জল্পনা । জল্পনার অবসান হল অবশেষে। বৃহস্পতিবার বিকেলে পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা করলেন রাজ্য নির্বাচন কমিশন। এক দফায় পঞ্চায়েত ভোট হবে ৮-ই জুলাই। ১১-ই জুলাই ঘোষণা হবে ভোটের ফলাফল। মনোনয়ন জমা নেওয়া হবে চলতি মাসের ৯ থেকে ১৫ তারিখ পর্যন্ত।
বৃহস্পতিবার ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকায় শুরু হয়ে গেল দেওয়াল লিখন। ভোটের নিঘন্ট ঘোষণা হতেই রং তুলি হাতে সবার আগে দেওয়াল লিখন শুরু করে দিল শাসক দল তৃণমূল কংগ্রেস। এদিন সন্ধ্যে বেলায় পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর-ফরিদপুর ব্লকের গোগলা-তে দলের পক্ষে দেওয়াল লিখনের সূচনা করলেন এলাকার তৃণমূল বিধায়ক তথা শাসকদলের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। এলাকার মাধাইপুর কোলিয়ারিতে রং তুলি হাতে দলের সমর্থনে দেওয়াল দেওয়ালে লিখতে দেখা গেল নরেন্দ্রনাথ বাবুকে। জেলা সভাপতির সাথে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি (লাউদোহা ব্লক) সুজিত মুখোপাধ্যায়, অঞ্চল সভাপতি (গোগলা অঞ্চল) গৌতম ঘোষ সহ অন্যান্য নেতাকর্মীরা। নরেন্দ্রনাথ বাবু জানান গত বিধানসভা ভোটে নিজে প্রার্থী হয়ে মাধাইপুর কোলিয়ারী এলাকাতে প্রথম দেওয়াল লিখন শুরু করেছিলাম । আসানসোল লোকসভা উপনির্বাচনেও এখানেই প্রথম দেওয়াল লিখন করা হয়েছিল, দু’টি নির্বাচনেই আমরা জয়লাভ করেছি। আমাদের কাছে এই দেওয়াল শুভ। সেই কথা মাথায় রেখেই পঞ্চায়েত ভোটের জন্য আমরা এখান থেকেই প্রথম দেওয়াল লিখন শুরু করলাম।