সিটিসেন্টারে বন্ধ ঘর থেকে পচনধরা মৃতদেহ উদ্ধার
আমার কথা, দুর্গাপুর, ৪ ডিসেম্বর:
বন্ধ ঘরের ভিতর থেকে উদ্ধার হল এক ব্যাক্তির মৃতদেহ৷ ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুরের সিটিসেন্টারের প্রণবানন্দ অ্যাভিন্যুতে। মৃতের নাম তীর্থ সান্যাল(৪৭)।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, সেইল কো-অপারেটিভের প্রণবানন্দ অ্যাভিন্যুয়ের ৬৩ নং বাড়িতে বসবাস করতেন তীর্থবাবু৷ পেশায় মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ ওই ব্যাক্তি অবিবাহিত ছিলেন। এক দাদা পেশার কারনে নেপালে থাকেন। তাই এই বাড়িতে একাই থাকতেন তিনি৷ বেশ কিছুদিন যাবত তিনি কাজেও যাচ্ছিলেন না৷ গত শনিবার থেকে তীর্থবাবুর অফিস থেকে তার সাথে ফোনে বার বার যোগাযোগ করার চেষ্টা করা হয়। কিন্তু ফোন সুইচ অফ আসছিল। এরপর তাদের সন্দেহ হওয়ায় অফিসের থেকে বাড়িতে লোক পাঠানো হয়। তীর্থবাবুর বাড়িতে এসে দেখা যায়, দরজা ভিতর থেকে বন্ধ। বারংবার ডাকা হলেও কোনো সাড়া না মেলায় অবশেষে পুলিশকে খবর দেওয়া হয়। সিটিসেন্টার ফাঁড়ির পুলিশ এসে দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখে বিছানার উপর তীর্থবাবুর মৃতদেহ পড়ে রয়েছে। মৃতদেহতে সদ্য পচন ধরা শুরু হয়েছে৷ এরপর মৃতদেহ উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায় পুলিশ।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, তীর্থবাবু সেভাবে এলাকায় কারোর সাথে মিশতেন না। তিনি নানা রকম অসুস্থতায় ভুগছিলেন। প্রাথমিক অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই ব্যাক্তির। তবে মৃত্যুর সঠিক কারন জানা যাবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই বলে জানায় পুলিশ।