পৈশাচিক ঘটনা! আগুনে পুড়িয়ে মারা হল সারমেয় শাবককে, জখম আরো ৫
আমার কথা, দুর্গাপুর, ১৪ ডিসেম্বরঃ
মর্মান্তিকতা ও নৃশংসতার চূড়ান্ত নিদর্শণ দেখা গেল শিল্পাঞ্চল দুর্গাপুরে। মনুষ্যজাতির বর্বরতার শিকার হল কতগুলো নিরীহ সারমেয় শাবক। গভীর রাতে তিলকের ৩০ নম্বর স্ট্রিটের একটি গ্যারেজের পাশের ডাস্টবিন থেকে ধোঁয়া বের হচ্ছিল। স্থানীয়রা ডাস্টবিনের সামনে গিয়ে দেখেন হয় সারমেও শাবক তখন জ্বলছে। সেখান থেকে কোনক্রমে শাবকদের উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হলে এক সারমেও শাবকের মৃত্যু হয়। পাঁচ শাবকের অবস্থা আশঙ্কাজনক। শনিবার সকালে এই ঘটনা জানাজানি হতেই ওটা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে যায়। পুলিশের কাছেও জানানো হয় অভিযোগ। স্থানীয় বাসিন্দা অপর্ণা মুখোপাধ্যায় বলেন,”রাতে ডাস্টবিনের ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে দেখে আমরা সেখানে যায়। দেখি ছয়টি পথ সারমেয় শাবক জ্বলছে। সেখানে বই, খাতা দিয়ে আগুন জ্বালানো হয়েছে। গন্ধ যাতে না ছড়ায় সেই জন্য নুনের প্যাকেট ফাটিয়ে রাখা হয়েছিল। এই নির্মম ঘটনা দেখে আমরা হতবাক। আমরা ছয়টি সারমেয় শাবেককেই উদ্ধার করি। একটি সারমেয়ও মৃত্যু হয়েছে। পাঁচটি শবকের অবস্থা আশঙ্কাজনক। সেগুলিকে এলাকাতেই চিকিৎসা করা হচ্ছে। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের কঠোর শাস্তির দাবি করছি।”
পশুপ্রেমী অনিন্দিতা সরকার বলেন,”সদ্যোজাত পথ সারমেয়দের ওপর এই নির্মম ঘটনা একেবারে মেনে নেওয়া যায় না। আমরা খবর পাওয়া মাত্রই সেখানে গিয়েছি। যারা এই ঘটনার সাথে যুক্ত তাদের শাস্তির দাবি করছি।”