‘অগ্নিপথ’ এর প্রতিবাদে দুর্গাপুর স্টেশনে বিক্ষোভ
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৮জুনঃ
সেনাবাহিনীতে অগ্নিপথ প্রকল্পের ঘোষণার পর থেকেই গোটা দেশের বিভিন্ন রাজ্যে শুরু হয়েছে বিক্ষোভ। টানা বিক্ষোভে উত্তেজনা ছড়ায় একাধিক রাজ্যে। বিহার, তেলেঙ্গনায় পোড়ানো হয় ট্রেন। বিক্ষোভকারীরা ভাঙচুর করে একাধিক স্টেশন। এর ফলে ক্ষতি হয় সরকারি সম্পত্তির। এই আবহে দেশবাসীর কাছে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বাতিল করা হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রেনও। ফলে ভোগান্তি চলছে রেলযাত্রীদের।
আজ শনিবারও এই বিক্ষোভ অব্যাহত রয়েছে। অগ্নিপথের বিরোধিতা করে বামপন্থী ছাত্র যুব ফেডারেশন (DYFI) তরফে দুর্গাপুর স্টেশনে বিক্ষোভ প্রদর্শন করা হয় এদিন। স্থানীয় কোকওভেন থানার পুলিশ, জিআরপি ও আরপিএফ দিয়ে মুড়ে ফেলা হয় স্টেশন চত্বর।