পানাগড় শিল্পতালুকে কাজ করেও বেতন না মেলায় কারখানার গেট বন্ধ করে বিক্ষোভ
আমার কথা, পশ্চিম বর্ধমান, ৯জুনঃ
পানাগড় শিল্প তালুকে একটি স্পিরিট কারখানার ৪১০ জন শ্রমিক বেতন না পাওয়ার জন্য তাঁরা বিক্ষোভ দেখায় কারখানার গেট বন্ধ করে। ঘটনাস্থলে যায় বুদবুদ থানার পুলিশ।
লক ডাউনের সময় থেকে শ্রমিকরা কারখানা কর্তৃপক্ষের নির্দেশ মত কাজ করছে কিন্তু বেতন পাওয়া সময় তাঁরা তাদের ন্যায্য বেতন থেকে অনেক কম দিচ্ছে। শ্রমিকরা কর্তৃপক্ষের কাছে বেতন নিয়ে কথা বলতে গেলে শ্রমিকদের সঙ্গে কর্তৃপক্ষ দুর্ব্যবহার করে বলেও অভিযোগ শ্রমিকদের। তারই প্রতিবাদে আজ অর্থাৎ মঙ্গলবার সকালে গেট বন্ধ করে বিক্ষোভ দেখায় শ্রমিকরা তাদের ন্যায্য পাওনার দাবিতে।
এদিকে কারখানার কর্তৃপক্ষের সাথে ফোনে যোগাযোগ করা হলে কর্তৃপক্ষ জানিয়েছেন শ্রমিকদের কোন সমস্যা নেই। তারা লক ডাউন এর সময় কাজ না করেই বেতনের দাবি করছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বুদবুদ থানার পুলিশ। জানা গেছে, বিষয়টি নিয়ে প্রশাসনের মধ্যস্থতায় বৈঠক করে তা সমাধানের পথ বের করা হবে।