দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ অভিভাবক ফোরামের
আমার কথা, পশ্চিম বর্দ্ধমান, ১৬জুলাইঃ
দীর্ঘ কয়েকদিন ধরে শহর দুর্গাপুরের বিভিন্ন স্কুলের ফি নিয়ে যে বিক্ষোভ কর্মসূচী চলছিল অভিভাবকদের তরফে সেই বিক্ষোভে একচুলও নাড়ানো যায়নি স্কুল কর্তৃপক্ষকে। তাঁরা তাদের সিদ্ধান্তে অনড়। তাই শেষে নিরুপায় হয়ে মহকুমা শাসকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হলেন তাঁরা। প্রায় আঠারোটি স্কুলের দু’শ জন অভিভাবক এই বিক্ষোভ কর্মসূচীতে অংশ নেন। তাদের অভিযোগ করোনা সংক্রমন এড়াতে সরকার থেকে রাজ্যে লকডাউনের কারনে বেশিরভাগ অভিভাবকদের আর্থিক সংকটের মধ্যে পড়তে হয়েছে। এমতবস্থায় স্কুল কর্তৃপক্ষ তাদের আর্থিক দিকটি বিবেচনা না করেই স্কুলের টিউশন ফি সহ অন্যান্য ফি বাড়িয়ে দিয়েছেন। ফলে তাদের উপর ভীষণভাবে চাপের মধ্যে পড়ে গেছেন। তাই তাঁরা স্কুল কর্তৃপক্ষের কাছে আবেদন জানান যাতে ফি’র বিষয়টি নিয়ে তাঁরা বিবেচনা করেন। কিন্তু স্কুল কর্তৃপক্ষ তাদের সেই আবেদনে সাড়া না দেওয়ায় তাঁরা স্কুলের সামনে আন্দোলনেও সামিল হন। এতেও কর্তৃপক্ষকে নাড়াতে পারেন না তাঁরা। অবশেষে আজ বৃহস্পতিবার তাঁরা মহকুমা শাসকের দ্বারস্থ হন। বিক্ষোভ শেষে অভিভাবকদের তরফে কয়েকজন প্রতিনিধি মহকুমা শাসকের সাথে দেখা করে তাঁর হাতে স্মারকলিপি তুলে দেন।
মহকুমা শাসক অনির্বাণ কোলে জানান যে, তিনি অভিভাবকদের আছে সমস্ত বিষয়টি শুনেছেন। তাঁরা চাইছেন একটি ত্রিপাক্ষিক বৈঠক ডাকা হোক। তবে তিনি সাথে এও জানান যে অভিভাবকদের থেকে তিনি সব সুনলেও স্কুল কর্তৃপক্ষদের থেকেও তাদের বক্তব্য শুনবেন। এরপর বিষয়টি জেলাশাসককে জানাবেন। এরপর জেলাশাসক যদি অনুমতি দেন তাহলে আগামী এক সপ্তাহের মধ্যে তিনি ত্রিপাক্ষিক বৈঠক ডাকার ব্যবস্থা করবেন।