বালিবোঝাই লরি উল্টে মৃত খালাসী, ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ
আমার কথা, পশ্চিম বর্ধমান, ৭জুনঃ
নিয়ন্ত্রণ হারিয়ে বালি বোঝাই লরি উল্টে গেলে মৃত্যু হল সেই লরির খালাসির। আহত হয়েছেন লরির চালক। ক্ষতিপূরণের দাবিতে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন কাঁকসার সিলামপুর এলাকার বাসিন্দারা।
জানা গেছে, যে বালিঘাট থেকে লরিতে করে বালি সরবরাহ করা হচ্ছিল সেই বালিঘাটটি বাঁকুড়া জেলায় অবস্থিত। কিন্তু বালি বোঝাই লরিগুলি কাঁকসা সিলামপুর এলাকা দিয়ে যাতায়াত করে। আজ অর্থাৎ রবিবার দুপুরে এরকমই একটি বালি বোঝাই লরি বালি নিয়ে যাওয়ার সময় দুপুরে অতিরিক্ত বৃষ্টির কারনে নিয়ন্ত্রণ হারিয়ে নদীর ধারে উলটে গেলে বালি চাপা পড়ে মৃত্যু হয় খালাসীর।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সোনামুখী থানার পুলিশ। কিন্তু খালাসীর মৃত্যুতে ক্ষতিপূরণের দাবি জানিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন সিলামপুর এলাকার বাসিন্দারা। তাঁরা জানান যে, প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত্য এই বিক্ষোভ চলতে থাকবে।