চতুর্দিকে এত ত্রাণ বিলি সত্বেও বঞ্চিত তাঁরা, প্রতিবাদে দুর্গাপুরে পথ অবরোধ করলেন অভুক্ত বাসকর্মীরা
আমার কথা, পশ্চিম বর্ধমান, ১৯এপ্রিলঃ
পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা তৃণমূল পরিচালিত বিদবিহার পঞ্চায়েতের বেশ কিছু সদস্যের উদাসীনতার জন্য বহু শ্রমিক পরিবার অভুক্ত যার জন্য রবিবার সকালে শিবপুর গ্রামের রাস্তায় বসে বিক্ষোভ দেখায় বাস শ্রমিকরা । কাঁকসা মলানদিঘীর ক্যাম্পের পুলিশ আধিকারিক এর হস্তক্ষেপে বিক্ষোভ উঠে যায় ।
কাঁকসা জয়দেব ঘাট থেকে বেশকিছু বেসরকারী বাস দুর্গাপুর স্টেশন, আসানসোল, ও বর্ধমানে যাতায়াত করে । আর এই সকল বাসে ওই এলাকার মানুষ জন কাজ করে থাকেন । এই সকল শ্রমিকদের অভিযোগ লক ডাউন এর জন্য কাজ বন্ধ, বাস মালিকরা বেতন দিচ্ছে না তাই সংসারে এখন অভাব দেখা দিয়েছে । কেউ তাদের পাশে দাঁড়াচ্ছে না । এমনি এই এলাকার পঞ্চায়েত সদস্যদের দেখাই পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ আর সেই কারনেই রবিবার সকালে শিবপুর গ্রামের রাস্তায় বসে বিক্ষোভ দেখায়ন তাঁরা ।
এই এলাকার পঞ্চায়েত সদস্য বাপি রুইদাস জানিয়েছেন শ্রমিকদের সমস্যা শুনে তাদের কে আশ্বাস দেওয়া হয়েছে যে তাদেরকে রেশনের ব্যবস্থা করে দেোয়া হবে। এই আশ্বাসের পর বিক্ষোভ উঠে যায় । তাহলে বাপি বাবু এতোদিন কি করছিলেন সেই প্রশ্ন তুলেছেন বিরোধী দল গুলো । যদিও গলসী বিধায়ক অলোক কুমার মাঝি ও জেলা পরিষদের সহ সভাধিপতি সমীর বিশ্বাস ফোনে জানিয়েছেন এই এলাকায় যাদের রেশন কার্ড এর সমস্যা রয়েছে তাদের জন্য রেশনের ব্যবস্থা আগেই করা হয়েছে । সেক্ষেত্রে প্রশ্ন উঠছে যদি রেসনের ব্যবস্থা করা হয়ে থাকে তাহলে এই আন্দোলন কেন? এই আন্দোলনের পেয়েছে কি কোন উদ্দেশ্য আছে ? সেই প্রশ্ন জন্য কাঁকসা প্রসাশনের করা হলে তাঁরা নিয়েছেন বিষয়টি তদন্ত করা হচ্ছে।