কুনাল ঘোষ এর বিরুদ্ধে অন্ডাল থানায় বিজেপির ডেপুটেশন ।
আমার কথা, অন্ডাল, ২৩ ফেব্রুয়ারী:
টিভি চ্যানেলের লাইভ শো ডিবেট অনুষ্ঠানে কুনাল ঘোষ বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ। সেই ঘটনার প্রতিবাদে শুক্রবার অন্ডাল থানাতে বিক্ষোভ কর্মসূচি করা হয় বিজেপি দলের পক্ষ থেকে। বিক্ষোভ শেষে কুনাল ঘোষের বিরুদ্ধে থানার আধিকারিকের হাতে দেওয়া হয় একটি ডেপুটেশন। বিজেপি দলের রানীগঞ্জ বিধানসভার কনভেনার জয়ন্ত মিশ্র জানান কুনাল ঘোষ যে মন্তব্য করেছেন তা শুধু অগ্নিমিত্রা পাল নয় বাংলার নারীদের অপমান। কুনাল ঘোষের শাস্তির দাবিতেই এই কর্মসূচি বলে জানান তিনি ।