নষ্ট করা হল বাজেয়াপ্ত শব্দবাজি
admin
January 18, 2025
আমার কথা, পান্ডবেশ্বর, ১৮ জানুয়ারীঃ
নষ্ট করা হল বাজেয়াপ্ত শব্দবাজি। শনিবার পাণ্ডবেশ্বরের অজয় নদীর পাড়ে শব্দবাজি গুলি নষ্ট করা হয়। পাণ্ডবেশ্বর থানার আধিকারিক জানান ২০২০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত অভিযান চালিয়ে যে সকল নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করা হয়েছিল সেগুলি আজ নষ্ট করা হলো। দুর্ঘটনা এড়াতে এদিন সতর্কতা অবলম্বন করা হয়েছিল। ঘটনাস্থলে উপস্থিত ছিল বোম স্কোয়াডের বিশেষজ্ঞ দল, অ্যাম্বুলেন্স, মেডিকেল টিম, ফায়ার ব্রিগেডের লোকজন।