দুর্গাপুরে বিধ্বংসী অগ্নিকান্ড, ক্ষতিগ্রস্থ একাধিক বাড়ি

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৯ সেপ্টেম্বরঃ
সকাল থেকে চলছে টানা বৃষ্টি আর এই দুর্যোগের মধ্যেই
দুর্গাপুরের প্রান্তিকা তালতলা বস্তিতে অগ্নিকাণ্ডে প্রায় ১০-১২ টি বাড়ি ক্ষতিগ্রস্ত। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
দুর্গাপুরের ৮ নম্বর ওয়ার্ডের তালতলা বস্তি প্রান্তিকাতে পর পর প্রায় ১০-১২ টি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন ও দুর্গাপুর থানার পুলিশ আসে। এলাকাবাসীর সহযোগীতায় ও দমকল কর্মীদের দ্বারা কয়েক ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।
এলাকাবাসীদের দাবি, একটি পরিবার বাড়িতে কাঠের আগুনে রান্না করতে গিয়ে এই অগ্নিকাণ্ডের ঘটে। পুলিশ ও দমকল আধিকারিক ঘটনার তদন্ত শুরু করেছে।