রণডিহায় খাদানের শুটিংয়ে দেব
আমার কথা, বুদবুদ, ১২ মার্চ:
বুদবুদের রণডিহা ড্যাম্পে দেবের নতুন বাংলা ছবি খাদান এর শুটিং করতে মঙ্গলবার সকালে আসেন দেব ও যীশু।
সকাল থেকেই দামোদর নদের মাঝে শুরু হয় শ্যুটিং।
এদিন শুটিং এর মাঝে দুপুর ১টায় বিরতি নিয়ে শুটিং স্থল ছাড়েন দেব।
গাড়িতে ওঠার আগে পায়ে হেঁটে তিনি নদের পাড়ে তার ভক্তদের কাছে গিয়ে হাত নারেন, তার ভক্তদের ডাকে সাড়া দেন।
এদিন দেব ও যীশু কে দেখতে বাঁকুড়া ও বর্ধমান দুই জেলার হাজার হাজার মানুষ নদের পাড়ে ভিড় জমিয়েছিলেন।
এদিন সংবাদ মাধ্যমের সাথে দেব কথা না বললেও দেব কে কাছ থেকে দেখতে পেয়ে খুশি ভক্তরা।