ঝুঁকিপূর্ণ যাতায়াত, বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে ধর্ণা
আমার কথা, অন্ডাল, ৬ আগস্ট:
বেহাল রাস্তা, খানাখান্দে জমেছে জল। যাতায়াতে বাড়ছে ঝুঁকি। কোলিয়ারি কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও রাস্তা সংস্কারে নেয়নি ব্যবস্থা। দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে ধর্নাতে বসলো শ্রমিক সংগঠন ও গ্রামবাসীদের একাংশ। জামবাদ কোলিয়ারির ঘটনা।
ইসিএল এর কাজোরা এরিয়ার অন্তর্গত পদ্মাবতীস্থান থেকে বেনেডি যাওয়ার রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে । রাস্তা জুড়ে রয়েছে ছোট-বড় গর্ত। খানাখন্দে জল জমে থাকায় রাস্তাটি জলাশয়ের আকার নিয়েছে। বিপদজনক এই রাস্তা দিয়ে যাতায়াতে বাড়ছে ঝুঁকি। ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। কোলিয়ারি কর্তৃপক্ষকে রাস্তাটি সংস্কারের আবেদন জানিয়েও লাভ হয়নি বলে অভিযোগ বাসিন্দাদের একাংশের। দ্রুত রাস্তাটি সংস্কারের দাবিতে মঙ্গলবার জামবাদ কোলিয়ারির চার নম্বর পিটে ধর্নায় বসে শ্রমিক সংগঠন এইচএমএস ও গ্রামবাসীদের একাংশ। সংশ্লিষ্ট কোলিয়ারীর এইচএমএস সংগঠনের সভাপতি অজয় পাত্র বলেন এই রাস্তাটির উপর বহু মানুষ নির্ভরশীল। বিভিন্ন প্রয়োজনে এই রাস্তা দিয়ে প্রতিদিন প্রচুর মানুষ আসা-যাওয়া করেন । কিন্তু রাস্তার বেহাল দশার কারণে পথচারীদের ঝুঁকির পাশাপাশি সমস্যার সম্মুখীন হতে হয় নিত্যদিন। দ্রুত রাস্তাটির সংস্কারের ব্যাপারে কর্তৃপক্ষ উদ্যোগী হোক, তা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান তিনি । প্রায় ঘন্টা দুয়েক বিক্ষোভ চলে। কোলিয়ারি কর্তৃপক্ষ দ্রুত রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি দিলে উঠে যায় বিক্ষোভ।