অন্ডালে ব্লক স্বাস্থ্যকেন্দ্রে রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশনের অধীনস্থ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ধর্ণা
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১০নভেম্বরঃ
সরকারি আদেশ নামা থাকা সত্ত্বেও বেশ কিছু সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশন এর অধীনে কর্মরত চুক্তিভিত্তিক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। বারংবার সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে আবেদন, দরবার করা সত্ত্বেও এইসব চুক্তিভিত্তিক চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের দাবি পূরণ না হওয়ায় আজ মঙ্গলবার রাজ্যের বিভিন্ন ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ধর্ণায় বসেন তারা। অন্ডাল ব্লক স্বাস্থ্য কেন্দ্রে এদিন বেলা বারোটা থেকে দুটো পর্যন্ত চলে ধর্ণা। ধর্নায় অংশ নেন অন্ডাল ও পাণ্ডবেশ্বর ব্লকের অধীনস্থ চুক্তিভিত্তিক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। সংগঠনের পক্ষে প্রকাশ দাস জানান চুক্তিভিত্তিক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কাজের স্থায়ীকরণ, বেতন বৃদ্ধি সহ অন্যান্য সুযোগ-সুবিধা চালু করার দাবিতে এই দিনের ধর্ণা। ধর্ণা শেষে ব্লক স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিক পরিতোষ সোরেনের হাতে তারা দাবি সম্বলিত একটি স্মারকলিপিও তুলে দেন। পরিতোষ বাবু বলেন দাবি পত্রটি উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে তিনি পাঠাবেন।