দুর্গাপুরে রেলের উচ্ছেদকে ঘিরে ধুন্ধুমার
আমার কথা, দুর্গাপুর, ১৬ জানুয়ারীঃ
রেলের উচ্ছেদকে ঘিরে ধুন্দুমার দুর্গাপুর স্টেশন চত্বরে। প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের সাথে রেলের আধিকারিকদের বচসা ব্যাপক উত্তেজনা দুর্গাপুর আম্বেদকর কলোনিতে। ডানকুনি থেকে লুধিয়ানা পর্যন্ত রেলের ফ্রেড করিডরের কাজ শুরু হয়েছে, দুর্গাপুরের আম্বেদকর কলোনি থেকে শুরু করে বেশ কিছু জায়গায় রেলের উচ্ছেদ অভিযান শুরু হয়। সেই মোতাবেক আজ রেলের কর্তারা আম্বেদকর কলোনিতে বুলডোজার নিয়ে পৌঁছলে উত্তেজিত জনতা আটকে দেয়, এর মধ্যে একটি বাড়িতে ভাঙাভাঙ্গি শুরু হলে প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বনাথ পারিয়াল ও তার অনুগামীরা পৌঁছে যায় সেখানে, বাঁধা দেয় কাজে, রেলের কর্তাদের সাথে বচসা শুরু হয় প্রাক্তন তৃণমূল বিধায়কের, শুরু হয় রেলের কর্তাদের ঘিরে ধরে তুমুল বিক্ষোভ। উচ্ছেদ অভিযান না করে রেল কর্তারা ফিরে যায়।