দুর্গাপুরে ভাইয়ের হাতে গুলিবিদ্ধ দিদি, পলাতক অভিযুক্ত
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৩মেঃ
দিদির দ্বিতীয় বিয়ে মানতে পারছিলেন না তাঁর ভাই আর তা নিয়েই চলছিল পারিবারিক বিবাদ, আর সেই বিবাদকে কেন্দ্র করে ভাইয়ের হাতে গুলিবিদ্ধ হলেন দিদি। ঘতনাতি ঘটেছে দুর্গাপুরের নিউটাউনশিপ থানার অন্তর্গত ২৩নং ওয়ার্ডের সুভাষপল্লী এলাকায়। অভিযুক্ত ভাই ঘটনার পরেই গা ঢাকা দিয়েছে, তাঁর খোঁজে তল্লাশী শুরু করেছে পুলিশ।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, সুভাষপল্লীর বাসিন্দা ববিতা উপাধ্যায়ের স্বামী মারা যান। মাস দেড়েক হলো ববিতার সঙ্গে প্রণয়ের সম্পর্ক থেকে বিয়ে হয় পাড়ারই যুবক সুভাষ রায়ের। এই বিয়েকে কেন্দ্র করে বেবির ভাই আরজু উপাধ্যায়ের সঙ্গে পারিবারিক অশান্তি লেগেই ছিল সুভাষের। যে অশান্তির যবনিকা পড়লো বৃহস্পতিবার দুপুর একটা নাগাদ। বিকট এক শব্দে আঁতকে ওঠে সুভাষপল্লী এলাকার বাসিন্দারা। ঘর থেকে বাইরে বেড়িয়ে তারা দেখেন রক্তাত্ব ও গুলিবিদ্ধ অবস্থায় বাইরে বেড়িয়ে আসছে বেবি উপাধ্যায়। সাথে সাথে এলাকার মানুষজন নিউটাউনশীপ থানায় খবর দেয়। অভিযোগ, দিদিকে গুলি করে পুলিশ আসার আগেই পালিয়ে যায় বেবির ভাই অভিযুক্ত আরজু উপাধ্যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে আসানসোল দুর্গাপুর পুলিশের আধিকারিকেরা। পুলিশ এসে দেখে বেবির পিঠে ও বুকে গুলি লেগেছে। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করে পুলিশ। গোটা ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি(পূর্ব) অভিষেক গুপ্তা জানান, ” অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।”