দুর্গাপুরের মেয়র পদ থেকে সরলেন দিলীপ অগস্তি
সব জল্পনা কল্পনার অ অবসান ঘটিয়ে দুর্গাপুর নগর নিগমের মহা নাগরিকের পদ থেকে ইস্তফা দিলীপ অগস্তির। বিষয়টি নিয়ে বেশ হইচই পড়ে গেছে শিল্পাঞ্চল রাজনীতিতে। যদিও ইস্তফার কারন কি সে ব্যাপারে কিছু বলতে চাননি দিলীপবাবু।
দুর্গাপুর পুরসভার মেয়াদ শেষ হতে আর কয়েক মাস বাকি আর মেয়াদ শেষের আগেই দিলীপ অগস্তির পদত্যাগকে ঘিরে জল্পনার ঝড় উঠেছে শহরে। যদিও ইতিমধ্যেই বেশ কয়েকবার মেয়রের পদে ইস্তফা দেওয়া নিয়ে গুঞ্জন উঠেছিল দুর্গাপুরে। মেয়রের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করতে দেখা গিয়েছিল মেয়র পারিষদ ও কাউন্সিলরদের একাংশের। তারই মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে নির্দেশ দিয়েছিলেন দুর্গাপুরে মেয়র বদলের জন্য। যদিও তখন বিষয়টি ধামাচাপা পড়ে যায়। এরপর দুর্গাপুরের বড় বিপর্যয় ব্যারেজ জলশূন্যের ঘটনার সময়েও দিলীপ অগস্তিকে মেয়র পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে বলেও ফের একবার আলোড়ন উঠেছিল। তা ফের থিতিয়ে যায়। বার বার মেয়রের এই ইস্তফার বিষয়ে অতঃপর শিলমোহর পড়ল। সুত্রের খবর, আজ অর্থাৎ সোমবার বিকেলে নবান্ন থেকে নির্দেশ আসার পরেই দিলীপবাবু জেলাশাসকের কাছে তাঁর ইস্তফাপত্র জমা দেন। এখন দেখার বিষয় আসন্ন পুরসভা নির্বাচনের আগে কি মেয়র পদে অন্য আর কাউকে বসানো হবে নাকি পুরবোর্ডই ভেঙ্গে দেওয়া হবে।