সাংবাদিকদের সাথে দুর্ব্যবহারের অভিযোগ দিলীপ ঘোষের নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে
আমার কথা, দুর্গাপুর, ৩১ মার্চ:
বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে নিয়ে বিতর্কের শেষ নেই। প্রচারের শুরুর দিন থেকে খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন দিলীপ। এবার দিলীপ ঘোষের সাথে নাম যুক্ত হল তাঁর নিরাপত্তারক্ষীর। অভিযোগ উঠছে দিলীপ ঘোষের নিরাপত্তারক্ষী সাংবাদিক সহ সাধারন মানুষের সাথে অত্যন্ত দুর্ব্যবহার করছে। এমনকি ধাক্কা মেরে ফেলে দেওয়ারও অভিযোগ উঠছে।
অভিযোগ, রবিবাসরীয় প্রচারে বেরিয়ে বুদবুদে যখন দিলীপ ঘোষ জন সংযোগে ব্যস্ত, সেই সময় সাংবাদিকরা দিলীপ ঘোষের কাছে এগোতে গেলে তাদের সাথে দুর্ব্যবহার করেন প্রার্থীর নিরাপত্তারক্ষী। এমনকি ধাক্কা দিয়ে সরিয়েও দেন বলে অভিযোগ। এরপর ফের সান্ধ্যকালীন প্রচারে বিজেপি প্রার্থী দুর্গাপুর ইস্পাত নগরীর এ-জোনের বিবেকানন্দ রোডে যান সেখানেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। তা নিয়ে প্রতিবাদ জানাতে গেলে সাংবাদিকদের সাথে বিতন্ডায় জড়িয়ে পড়েন নিরাপত্তারক্ষীরা।
এই ঘটনার তীব্র নিন্দা করেন তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। তিনি বলেন, যেমন দিলীপ ঘোষ যেমন মানুষ, তার নিরাপত্তারক্ষীও তো তেমনই হবে। যে মা বোনেদের সম্মান দিতে জানে না, সে বাংলার মানুষদের কি সম্মান দেবে, আমি এই ঘটনার তীব্র নিন্দা করছি”।