ফ্যাসীবাদী রুখতে বামপন্থীদের একজোটের বার্তা দীপঙ্কর ভট্টাচার্যের
আমার কথা, পশ্চিম বর্ধমান(আসানসোল), ৭ নভেম্বরঃ
দেশে ফ্যাসিবাদী সরকার চলছে । প্রতিবাদীদের ঢোকানো হচ্ছে জেলে । বামপন্থীরাই পারে ফ্যাসিবাদী শক্তিকে পরাস্ত করতে । এর জন্য প্রয়োজন ঐক্যবদ্ধ বামপন্থা । বিরোধ সড়িয়ে বামপন্থীদের একজোট হওয়ার বার্তা দিলেন সি পি আই এম এল লিবারেশনর নেতা দীপঙ্কর ভট্টাচার্য ।
রবিবার দুপুরে আসানসোল রবীন্দ্রভবন হলে লিবারেশন দলের উদ্যোগে আয়োজিত হল একটি গন কনভেনশন । ফ্যাসিবাদের বিপদ ও বামপন্থীদের ভূমিকা এটাই ছিল কনভেনশনের আলোচনার বিষয় । মূল বক্তা হিসাবে উপস্থিত ছিলেন লিবারেশন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য । তিনি বলেন দেশে এখন ফ্যাসিবাদের রাজত্ব চলছে । কেন্দ্রের বিজেপি সরকার সমস্ত রাষ্ট্রায়ত্ত সম্পত্তি বিক্রি করে দিচ্ছে । শিল্পপতিদের মুনাফার স্বার্থে তারা এই কাজ করছে । 3 কৃষি আইন বাতিলের দাবিতে এক বছর ধরে দিল্লির রাজপথে দেশের কৃষকরা আন্দোলন চালাচ্ছে । কৃষকদের কথা সরকার কর্ণপাত করছে না উল্টে কৃষকদের উপর গাড়ি চালিয়ে নিশংস ভাবে তাদের হত্যা করা হচ্ছে । প্রতিবাদী ভরা হচ্ছে জেলে । ইউএপিএ এর মত কালাকানুন প্রয়োগ করা হচ্ছে তাদের বিরুদ্ধে । সাম্প্রতিক কালে ঘটে যাওয়া বাংলাদেশের ঘটনা নিয়ম এদিন মুখ খুললেন দীপঙ্কর বাবু । বলেন বাংলাদেশে সংখ্যালঘুদের উপর চক্রান্ত করে অত্যাচার হয়েছে । কিন্তু বাংলাদেশের সরকার তৎপরতার সাথে উপযুক্ত ব্যবস্থা নিয়েছে । সেই ঘটনাকে নিয়ে দেশের মধ্যে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর চেষ্টা করা হয়েছিল কোন কোন মহল থেকে যা নিন্দনীয় । দীপঙ্কর বাবু বলেন ফ্যাসিবাদী শক্তিকে একমাত্র বামপন্থীরাই পারে পরাস্ত করতে । এর জন্য প্রয়োজন বামপন্থীদের ঐক্যবদ্ধ হওয়া । সমস্ত বিরোধ ভুলে বামপন্থীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি । এদিন কনভেনশনে লিবারেশন দলে যোগ দেন তৃণমূলের প্রাক্তন শ্রমিক নেতা সোমনাথ চট্টোপাধ্যায় । তার হাতে লাল পতাকা তুলে দেন দীপঙ্কর বাবু । ফ্যাসিবাদ, সম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে একসাথে লড়াই করব বলে জানান সোমনাথ বাবু ।