সোশ্যাল মিডিয়ায় বিজেপি প্রার্থীকে কুরুচিকর মন্তব্য, কাঁকসায় গ্রেফতার যুবক
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ২৩মার্চঃ
সোশ্যাল নেটওয়ার্কে বিজেপির প্রার্থীর নামের কুরুচিকর মন্তব্যের জেরে কাঁকসার মোল্লাপাড়া থেকে গ্রেফতার হলো এক যুবককে। গলসি বিধানসভার বিজেপির প্রার্থী হয়েছেন তপন বাগদি। সোশ্যাল নেটওয়ার্কে একটি লাইভ অনুষ্ঠানের কমেন্ট বক্সে এই বিজেপি প্রার্থী তপন বাগদির নামে কুরুচিকর মন্তব্য করে রিয়াজ মিদ্দা নামের কাঁকসার মোল্লা পাড়ার ওই যুবক। সোমবার কাঁকসা থানায় বিজেপির পক্ষ থেকে লিখিত অভিযোগ জানানোর পর কাঁকসা থানার পুলিশ ওই যুবককে গ্রেফতার করে। মঙ্গলবার অভিযুক্ত ওই যুবককে দুর্গাপুর মহকুমা আদালতে পাঠানো হয়।
ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বর্ধমান সদর জেলার বিজেপি নেতৃত্ব।