দুর্গাপুরে লকডাউন অমান্য করে পুলিশের সামনে কান ধরে ওঠ বোস
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৫জুলাইঃ
রাজ্যে ক্রমবর্ধিত করোনা সংক্রমন এড়াতে রাজ্য সরকারের সিদ্ধান্ত পুনরায় লকডাউন। তবে তা আপাততঃ সপ্তাহে দুদিন। গত বৃহস্পতিবারের পর আজ সম্পূর্ণ লকডাউনের দ্বিতীয় দিন। দুর্গাপুরে লকডাউন যাতে সঠিক ভাবে শিল্পাঞ্চলবাসী মেনে চলে তারজন্য পুলিশ প্রশাসন করা নজরদারি চালাচ্ছে। তার মধ্যে কিছু উৎসাহী মানুষ যারা লকডাউন উপেক্ষা করেই বাড়ির বাইরে টহল দিতে বেরিয়েছিলেন সেরকম এছাড়াও মাস্ক ছাড়া বাড়ির বাইরে বেরিয়েছিলেন এরকম অমান্যকারী প্রায় একশ জনের কাছাকাছি মানুষকে আতক করেছিল দুর্গাপুর পুলিশ। আজ সম্পূর্ন লকডাউনের দ্বিতীয় দিনেও শহরের পথে বহু মানুষকেই দেখা যায় বেরোতে। তাদের মধ্যে অনেককেই পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। কিন্তু লকডাউন উপেক্ষা করে অত্যন্ত অন্যায় করেছেন এরকম বোধ হতেই কান ধরে ওঠ বোস করতেও দেখা যায় এক ব্যাক্তিকে। সকাল থেকেই দুর্গাপুরের শহরের রাস্তায় পুলিশকে দফায় দফায় টহল দিতে দেখা যায়, আর বেনাচিতির কাছে আচমকাই এরকমই টাহলদারি পুলিশের সামনে পরে যান এক ব্যাক্তি। আর লকডাউন অমান্য করার অনুশোচনায় স্ব-ইছাতেই কান ধরে ওঠ বোস করতে শুরু করে ওই ব্যাক্তি। বলেন এবারের মতো ছেড়ে দিন, আর হবে না। যদিও পুলিশ তাঁর কথায় কর্নপাত করেনি। তাঁকে ধমক দিয়ে থামিয়েও দেয় পুলিশ। এরপর তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়।