“প্রয়াস” এর তরফে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে কৃতিদের সম্বর্ধনা সাথে বই খাতা বিতরন
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৫আগটঃ
স্বাধীনতা দিবসের দিন বিভিন্ন সংগঠনের উদ্যোগে কোথাও বিতরণ করা হলো খুদে পড়ুয়াদের বই-খাতা । কোথাও দেওয়া হলো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা । উখড়া কে বি হাই স্কুলে ”প্রয়াস” একটি সংগঠনের উদ্যোগে এদিন স্বাধীনতা দিবস উদযাপনের পাশাপাশি ৫০ জন খুদে পড়ুয়াদের বই-খাতা পেন পেন্সিল সহ পড়ার সরঞ্জাম উপহার দেওয়া হয় । সেই সাথে 50 জন দুঃস্থ পুরুষ মহিলা কে দেওয়া হয় নতুন বস্ত্র । অন্যদিকে উখড়া পাঠক পাড়ায় বামপন্থী ছাত্র সংগঠনের এসএফআই এর পক্ষ থেকেও খুদে পড়ুয়াদের পড়ার সরঞ্জাম ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয় । এই অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন দিল্লির জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি ঐশী রায় । অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কেন্দ্রীয় সরকারের নয়া শিক্ষা নীতির সমালোচনা করেন । বলেন নয়া শিক্ষা নীতি কার্যকর হলে দেশে শিক্ষাব্যবস্থায় বৈষম্য বাড়বে । পিছিয়ে পড়া পরিবারের ছেলেমেয়েরা পড়াশোনা থেকে বঞ্চিত হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি । সংসদ কে এড়িয়ে নয়া শিক্ষানীতি বিল কেন্দ্রীয় সরকার যেভাবে পাশ করিয়েছে তিনি তার সমালোচনা করেন।