রাষ্ট্রপতি নাম ঘোষণার পর কাঁকসায় পায়েস বিতরণ
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ২১ জুলাইঃ
বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণা শুরু হতেই দেশ জুড়ে আনন্দে মেতে ওঠেন আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। পাশাপাশি বৃহস্পতিবার বিকালে পানাগড় বাজারের চৌমাথা মোড়ে সাধারণ মানুষের মধ্যে পায়েস বিতরণ করে বিজেপি কর্মী সমর্থকরা ও আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা।
এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান সদরের বিজেপির জেলা সহ সভাপতি রমন শর্মা ও কাঁকসা দু নম্বর মন্ডলের সদস্যরা।
রমন শর্মা জানিয়েছেন ভারত বর্ষে প্রথমবার কোনো আদিবাসি সম্প্রদায় পরিবারের সদস্য হতে চলেছে। সারা দেশের পাশাপাশি তারাই আনন্দে মেতে উঠেছে। সেই খুশিতে তারা দলের পক্ষ থেকে সকলের মধ্যে পায়েস বিতরণ করেন।