ডিটিপিএস কারখানায় নিয়োগের দাবিতে ধুন্ধুমার কান্ড, পুলিশের সাথে ধ্বস্তাধস্তি
আমার কথা, দুর্গাপুর, ৪ জানুয়ারি:
তৃণমূল শ্রমিক সংগঠনের কর্মীদের কাজ দেওয়া হয়েছে অথচ ভারতীয় মজদুর সংঘের কর্মীদের কাজ দেওয়া হয়নি। এই অভিযোগ তুলে নভেম্বর মাস থেকে দুর্গাপুরের ডিটিপিএস কারখানার সামনে আন্দোলনে নেমেছে বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুইয়ের নেতৃত্বে ভারতীয় মজদুর সংঘ। কোন কাজ না হওয়ায় বৃহস্পতিবার বিকেলে মিছিল করে ডিটিপিএস কারখানার ভেতরে ঢোকার চেষ্টা করে বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুইয়ের নেতৃত্বে ভারতীয় মজদুর সংঘের কর্মীরা। তখনই পুলিশ বাধা দিতে গেলে পুলিশের সাথে শুরু হয় বচসা তারপর ধস্তাধস্তি। বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুই অভিযোগ তোলেন ডিটিপিএস কারখানার চার নম্বর ইউনিট বন্ধের সময় তৃণমূল শ্রমিক সংগঠনের ৮০ জন অস্থায়ী শ্রমিককে এবং ভারতীয় মজদুর সংঘের ১৯ জন শ্রমিককে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়। তাঁদের আশ্বাস দেওয়া হয় পঞ্চম ইউনিট শুরু হলে পুনরায় কাজ দেওয়া হবে। আচমকা তৃণমূল শ্রমিক সংগঠনের ৮০ জন শ্রমিককে কাজ দেওয়া হলেও ভারতীয় মজদুর সংঘের ১৯ জন কর্মীকে কাজ দেওয়া হয়নি। ১৯ জন কর্মীকে কাজে নিয়োগের দাবিতে নভেম্বর মাস থেকে আন্দোলনে নেমেছে বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুইয়ের নেতৃত্বে ভারতীয় মজদুর সংঘ। কোন কাজ না হওয়ায় বৃহস্পতিবার বিকেলে মিছিল করে কারখানা কর্তৃপক্ষের কাছে দাবি আদায় করতে গেলে পুলিশ এবং সিআইএসএফ তাঁদের বাধা দেয় বলে অভিযোগ। বিজেপি বিধায়ক হুঁশিয়ারি দেন এরপরেও তাঁদের কর্মীদের কাজে নেওয়া না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা।”