উখয়ায় স্বেচ্ছাসেবি সংগঠনের উদ্যোগে কুকুরদের টিকাকরণ কর্মসূচী
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ৩০সেপ্টেম্বরঃ
কুকুরের কামড়ের ফলে মানুষের শরীরে যাতে সংক্রমণ না ছড়ায় সে জন্য রাস্তার কুকুরদের দেওয়া হলো রেবিশ ( Rabies ) টিকা। রবিবার ও বুধবার উখরায় দুই দফায় এই টিকাকরণ কর্মসূচিটি হয় ”আয়ুদার”-নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে । দু দিনে এলাকার ১৬৫ টি কুকুরকে টিকা দেওয়া হয়।
সংগঠনের সভাপতি ডাক্তার তারাশঙ্কর নাথ জানান, প্রতিদিন বিভিন্ন এলাকায় বহু মানুষ রাস্তার কুকুরের কামড়ের শিকার হন। আক্রান্তরা সময়ে প্রতিষেধক না নিলে সংক্রমণ এমনকি জলাতঙ্কেরও শিকার হন। কিন্তু কুকুরদের রেবিশ টিকাকরণ করা থাকলে সেই আশঙ্কা থাকে না। সেই কারণেই রাস্তার কুকুরদের টিকাকরণ করার কর্মসূচি সংগঠন নিয়েছে বলে জানান তিনি।