পাইপলাইনের মাধ্যমে রান্নার গ্যাস সরবরাহের প্রথম সূচনা হল সিটিসেন্টারে
আমার কথা, দুর্গাপুর, ৮ ফেব্রুয়ারী:
দুর্গাপুরে পাইপলাইনের মধ্যে দিয়ে রান্নার গ্যাস সরবরাহের সূচনা হয়ে গেল বৃহস্পতিবার। সিটি সেন্টারের সেইল কো-অপারেটিভ এ একটি বাড়িতে এই সংযোগ দিয়ে সরবরাহের সূচনা করলো আদানী সংস্থা। ইন্ডিয়ান অয়েলের সাথে যৌথভাবে এই সরবরাহের কাজটি শুরু করেছে আদানী সংস্থা। প্রসঙ্গত: কাঁকসার গোপালপুর পঞ্চায়েতের অন্তর্গত বাড়ি গুলিতে ইতিমধ্যেই এই এই পাইপলাইনের সংযুক্তিকরন হয়ে গিয়েছে।
এদিন সিটিসেন্টারের ৫৯ নং তারাশঙ্কর সরণীর বাসিন্দা সুশান্ত রায়ের বাড়িতে গ্যাসের পাইপলাইন সংযোগের মাধ্যমে দুর্গাপুরে শুরু হল সরবরাহের সূচনা। সুশান্তবাবু বলেন, সংস্থার কাজ দেখে নিরাপত্তার দিক দিয়ে অনেকটাই নিশ্চিন্ত বোধ করছেন তিনি।
সংস্থার পক্ষ থেকে শুভজিৎ চক্রবর্তী বলেন যে নিরাপত্তার পাশাপাশি গ্যাস সাশ্রয়ও হবে। সিলিন্ডারের গ্যাস হাওয়ার থেকে ভারি, কিন্তু এই প্রাকৃতিক গ্যাস হাওয়ার থেকে হাল্কা ফলে লিক হলেও তা উড়ে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে।
এদিন এই কর্মসূচীর সূচনা করেন দুর্গাপুর ইস্পাত আধিকারিক বি পি সিং। তিনি ইন্ডিয়ান অয়েল ও আদানী সংস্থাকে ধন্যবাদ জানান।