পান্ডবেশ্বরে পঞ্চায়েত থেকে দুঃস্থ মহিলাদের নতুন বস্ত্রদান
admin
October 23, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান(পান্ডবেশ্বর), ২৩অক্টোবরঃ
স্থানীয় পঞ্চায়েত সদস্যের উদ্যোগে আয়োজিত হল বস্ত্রদান অনুষ্ঠান। বৃহস্পতিবার পুজোর ষষ্ঠীর দিন বিকেলে অনুষ্ঠানটি আয়োজিত হয় পাণ্ডবেশ্বরের বৈদ্যনাথপুর পঞ্চায়েতের নামুপাড়া শিব মন্দির চত্বরে, পঞ্চায়েত সদস্য যমুনা ধীবর এর ব্যাক্তিগত উদ্যোগে। আর্থিক ভাবে পিছিয়ে পরা দুশোজন মহিলাকে নতুন বস্ত্র দেওয়া হয় এদিন। সাথে হয় সাংস্কৃতিক অনুষ্ঠানও। উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রাক্তন কমাধ্যক্ষ নরেন্দ্রনাথ চক্রবর্তী।