অন্ধকারাচ্ছন্ন হতে চলেছে শিল্পাঞ্চল দুর্গাপুর, জলের অভাবে বন্ধ হয়ে গেল ডিপিএলের বিদ্যুৎ উৎপাদন
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৩নভেম্বরঃ
শনিবার থেকে আজ মঙ্গলবার টানা তিনদিন জল সরবরাহ বন্ধ আর সেই কারনে আজ সকাল থেকে কার্যত বন্ধ হয়ে গেল রাজ সরকারের তাপবিদ্যুৎ কারখানা দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডে বিদ্যুৎ উৎপাদনের কাজ।
এই কারখানায় দুটি ইউনিট চালু রয়েছে। যার মধ্যে ৪নং ইউনিট দিন কয়েক ধরে বিকল হয়ে পড়েছে। কেবলমাতে ৭নং ইউনিটটি সচল ছিল যা দিয়ে বিদ্যুৎ উৎপাদন হচ্ছেল। কারখানা সুত্রে জানা গেছে, এই ৭নং ইউনিটের সর্বোচ্চ বিদ্যুৎ উতপাদ ক্ষমতা ৩০০ মেগাওয়াট করে যার মধ্যে প্রতিদিন ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল আর এই বিদ্যুৎ উতপাদনের জন্য প্রতিদিন এই কারখানায় বিদ্যুৎ উৎপাদন করতে লাগে ২৫ হাজার কুসেক জল, কিন্তু সোমবার বিকেল থেকে এই কারখানার রিজার্ভারে জমানো জল শেষ হতে থাকে। ফলে আজ সকাল থেকে বিদ্যুৎ উৎপাদন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেল।