গ্রীষ্মের আগেই আদিবাসী গ্রামগুলিতে পৌঁছবে পানীয় জল, প্রতিশ্রুতি জেলাশাসকের
আমার কথা, কাঁকসা, ১০ জানুয়ারীঃ
গোপালপুরে ঘরে ঘরে পানীয় জল সরবরাহের জন্য পশ্চিম বর্ধমানের জেলা শাসক একটি প্রশাসনিক বৈঠক করলেন শুক্রবার। এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক পোন্নাবলম, দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, কাঁকসার বিডিও পর্ণা দে, পি এইচ ই আধিকারিক , জেলা পরিষদের শিক্ষা কর্মাধক্ষ্য বৈশাখী বন্দ্যোপাধ্যায়, বন ও ভূমি কর্মাধক্ষ্য বুড়ি টুডু সহ পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানেরা। এই বৈঠকে জেলা শাসক জোর দিয়েছেন গ্রীষ্মের আগেই বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার। এই বৈঠকে উঠে আসে বেশ কিছু সমস্যার কথা যেগুলি নিয়েও চর্চা হয় বৈঠকে।
জল কি পর্যাপ্ত মিলবে ? জল কি আদিবাসী গ্রামগুলিতে পৌঁছাবে নাকি তারা চিরকালের মতো বঞ্চিত থাকবে শুদ্ধ পানীয় জল পাওয়ার বিষয়ে। জেলা শাসক পরিস্কারভাবে জানিয়েছেন গ্রীষ্মের আগেই জল পৌঁছে দিতে হবে এবং কাজ শেষ করার জন্য প্রয়োজনীয় শ্রমিক সংখ্যা বাড়াতে হবে ।
সময় বলবে চরম গ্রীষ্মের আগেই পানীয় জল পৌঁছাবে কিনা তবে আজকের বৈঠকে জেলা শাসক কিন্তু জোর দিয়েছেন গ্রীষ্মের আগেই জল পৌঁছে দেওয়ার জন্য।