কাঁকসায় আটক বেআইনি বালি বোঝাই ৪টি ট্রাক্টর সহ চালকরা
admin
September 13, 2020
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ১৩সেপ্টেম্বরঃ
বেআইনিভাবে অতিরিক্ত বালি বোঝাই চারটি ট্রাক্টর আটক করল কাঁকসা থানার পুলিশ। সাথে আটক করা হল চার জন ব্যাক্তিকে। ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়।
পুলিশ সুত্রে জানা গেছে, কাঁকসার বনকাটির অজয় নদ থেকে চারটি বালিবোঝাই করে চারটি ট্রাক্টর পানাগড়ের দিকে আসছিল। কাঁকসার বেলডাঙ্গাতে ট্রাক্টরগুলিকে আটক করে কাঁকসা থানার পুলিশ। বৈধ কাগজপত্র না থাকায় ট্রাক্টর সহ চারজন ট্রাক্টর চালককেও আটক করে পুলিশ।