করোনা মোকাবিলায় ডিএসপি মেন হাসপাতালে হতে চলেছে ‘সেফ হাউস’
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৫জুলাইঃ
সমগ্র রাজ্যে ক্রমশই বেড়ে চলেছে করোনা সংক্রমন। ব্যাতিক্রম নয় শহর দুর্গাপুরও। ক্রমবর্ধিত সংক্রমনের হার দেখে এই শহরে সেফ হাউস তৈরীর চিন্তাভাবনা শুরু করেছে রাজ্য সরকার, আর রাজ্য সরকারের এই পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে আজ শনিবার দুর্গাপুরের কয়েকটি জায়গা পরিদর্শন করলেন দুর্গাপুর মহকুমা শাসক অনির্বাণ কোলে, যার মধ্যে প্রথম স্থানে রয়েছে দুর্গাপুর ইস্পাত কারখানার মেন হাসপাতাল।
মহকুমা শাসক জানান,” শহরে করোনায় আক্রান্তের সংখ্যা যেভাবে বাড়ছে তা দেখেই সেফ হাউসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলতঃ দু ধরনের রোগীদের কথা মাথায় রেখে এই আইসোলেশন সেন্টারের জন্য এই মেন হাসপাতালকে বেছে নেওয়া হয়েছে। লেভেল ওয়ান অর্থাৎ যাদের মধ্যে করোনা উপসর্গ দেখা দিয়েছে কিন্তু তাদের এখনও নমুনা পরীক্ষার রিপোর্ট আসেনি তাদের আর লেভেল টু অর্থাৎ যারা ইতিমধ্যেই করোনায় আক্রান্ত কিন্তু খুবই সামান্য উপসর্গ দেখা দিয়েছে এরকম দুধরনের মানুষদের জন্য এই সেফ সেন্টার করা হবে। আর এই পরিকল্পনার ক্ষেত্রে ইস্পাত কারখানা কর্তৃপক্ষ সব রকম সহায়তা করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন। এই হাসপাতালে আপাততঃ পঞ্চাশটির মতো বেড পাওয়া যাবে। এছাড়াও দুর্গাপুরের বোকারো হস্টেলও ঘুরে দেখা হয়েছে। সেখানেও পরিকাঠামো ভীষণই ভাল। সেখানেও পঞ্চাশ জনের জন্য সেভ হাউস করা যেতে পারে। তবে এই দুটি জায়গাই নয়, দুর্গাপুরে যেভাবে সংক্রমনের সংখ্যা বাড়ছে তাতে আগামীদিনে সেভ হাউসের সংখ্যা আরো বাড়াতে হতে পারে। তবে শুরু এই দুটো জায়গা দিয়ে হচ্ছে তবে বাইরেও হয়ত আমরা আরো জায়গা পাবো সেভ হাউসের জন্য। সেফ হাউসের ব্যবস্থাপনা খুবই উন্নতমানের হবে যাতে সেখানে মানুষজন খুব ভাল থাকতে পারেন।”