প্রবল বৃষ্টিপারের জের, এবার বহুলায় নামলো ধস
আমার কথা, অন্ডাল, ৩ আগস্ট:
টানা বৃষ্টির জেরে খনি অঞ্চলের একাধিক জায়গায় দেখা দিয়েছে ধসের ঘটনা। শুক্রবার কাজোড়ার পর শনিবার দিন ধসের ঘটনা ঘটলো বহুলা গ্রামে। আতঙ্ক ছড়িয়েছে এলাকার বাসিন্দাদের মধ্যে।
বৃহস্পতিবার থেকে শুক্রবার সকাল পর্যন্ত টানা বৃষ্টিপাতের কারণে বিপর্যস্ত পরিস্থিতি তৈরি হয়েছিল রাজ্যের অন্যান্য জায়গার মত খনি অঞ্চলেও। এরই মধ্যে খনি অঞ্চলে একাধিক জায়গায় ঘটে ধসের ঘটনা। শুক্রবার খাস কাজোড়া কোলিয়ারির ১০ নম্বর পিটের পেছনে ধসের কারণে তৈরি হয় বিশাল গর্ত। স্থানীয় মারওয়ারী কুঠি এবং কাজোড়া গ্রাম রেল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের পাশে বাফার জোনেও ধসের ঘটনা সামনে আসে। শুক্রবারের পর শনিবার খনি এলাকার বহুলা গ্রামের বাধ্যকর পাড়া সংলগ্ন জায়গাতে ধসের কারণে তৈরি হয়েছে বিশাল গর্ত। যে জায়গাতে ধসের ফলে মাটি বসে গেছে সেখানে রয়েছে পরিত্যক্ত খোলা মুখখনি। আতঙ্ক তৈরি হয়েছে, স্থানীয়দের মধ্যে। এই এলাকায় মাঝেমধ্যেই ধসের প্রবণতা লক্ষ্য করা যায়। তাই পুনর্বাসনের দাবিতে সোচ্চার হয়েছেন স্থানীয়দের একাংশ।