বৃষ্টির জেরে দুবছরেই ভেঙ্গে পড়ল পান্ডবেশ্বরের ‘গ্রিন হাট’ এর মাচা
আমার কথা, পশ্চিম বর্ধমান(পান্ডবেশ্বর), ২৩জুলাইঃ
মাত্র দুই বছর আগে ২০১৮ সালের ২৯ জুন পান্ডবেস্বরের কুমারডিহি গ্রামে ইসিএলের উদ্যোগে তৈরি হয়েছিল “গ্রীন হাট”। এই প্রকল্পে কুমারডিহি গ্রামের হাট তলায় তৈরি হয় খড়ের ছাউনি ও মাচা, হাট ব্যবসায়ীদের সুবিধার্থে।
মাচা তৈরি হওয়ায় সময় গ্রামের হাটটি নতুন ভাবে সেজে উঠেছিল । গ্রামের হাটের রূপ পাল্টে গেছিল। এর ফলে সুবিধা হয়েছিল হাট ব্যবসায়ীদের।
এই হাটতলার মাচা যে শুধু হাট ব্যবসায়ীদের কাজে লাগতো তা নয়, হাট ছাড়া অন্য সময় স্থানীয় মানুষজন দিনে দুপুরে এই মাচায় বিশ্রাম নিতেন। বহু পরিযায়ী শ্রমিক এই মাচায় একটু নিজেদের জিরিয়ে নিতে । এছাড়াও কাছেই ট্যাক্সি স্ট্যান্ডের ড্রাইভারদের মনপসন্দ জায়গা ছিল হাট তলার এই মাচা।
কিন্তু দুই বছর যেতে না যেতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সমগ্র হাটের মাচা।
আজ সারা রাজ্য জুড়ে চলছে লকডাউন, সে কারনে লোকজন বাইরে খুব একটা ছিল না। দুজন যুবক তাদের বাইক দাঁড় করিয়ে বৃষ্টির হাত থেকে নিজেদের বাঁচাতে আশ্রয় নিয়েছিল হাটতলার মাচার নীচে। কিন্তু হঠাৎ অঘটন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরো মাচার কাঠামো। কোনো ক্রমে প্রাণে বাঁচে ওই দুই যুবক। তবে তাদের বাইকটি চাপা পড়ে যায়। পরে বাইকটি স্থানীদের চেষ্টায় বের করা হয় ভাঙাচোরা অবস্থায়।
দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া পল্লব ব্যানার্জি জানান খুব ভাগ্যের জোরে আজ আমরা বাঁচলাম। কিভাবে যে মাচা তৈরি হয়েছিল কে জানে। মাত্র দু বছরেই পুরো অংশ এভাবে ভেঙে পড়বে কেউ আশা করেনি।