করোনার স্বাস্থ্যবিধি মানছে না খোদ স্বাস্থ্যকর্মীরা, মলানদিঘীতে হাসপাতালের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ গ্রামবাসীরা
করোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি মানছেন না খোদ হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা, এতে এলাকায় করোনায় সংক্রমিত হতে পারেন এলাকাবাসীরা। এই অভিযোগে স্থানীয়রা বিক্ষোভে সামিল হলেন। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের মলানদিঘীতে।
পশ্চিম বর্ধমানের কাঁকসার মলানদিঘীর করোনা হাসপাতালের কর্মীরা এলাকায় অবাধে ঘুরে বেড়াচ্ছেন বলে অভিযোগ এলাকাবাসীদের। তাদের অভিযোগ হাসপাতালের কর্মীরা এলাকার মধ্যে ঘুরে বেরানোয় তারা আতঙ্কের মধ্যে রয়েছেন। এলাকাবাসীদের দাবি হাসপাতালের কর্মীরা যাতে হাসপাতালের ভেতরে থাকেন সেই ব্যবস্থা করুক প্রশাসন। মলানদীঘির একজন বাসিন্দা অসীম চ্যাটার্জি জানান, এলাকায় করোনা হাসপাতাল হয়েছে এটা ভালোই, কিন্তূ হাসপাতালের কর্মীরা বাইরে ঘুরে বেড়াচ্ছে এটা মোটেই ভালো নয়, আর এতে সকলের ক্ষতি হতে পারে বলে আশংকা অসীমবাবুর। এলাকার মানুষ জানান তারা একাধিক বার প্রশাসনকে জানানো সত্ত্বেও কোনো কাজ হয়নি।
কর্মরত কর্মীরা হাসপাতালের ভেতরেই থাকুক ওই কর্মীরা যাতে হাসপাতাল চত্বর থেকে বের হতে না পারে এবং প্রশাসন যাতে তড়িঘড়ি ব্যবস্থা নেয় সেইজন্য মলানদীঘি ফাঁড়িতে ডেপুটেশন জমা দিলেন এলাকার মানুষজন।
মলানদীঘি গ্রাম পঞ্চায়েত প্রধান পীযুষ মুখার্জী জানান তাদের কাছে গত দুদিন আগে থেকেই এই ধরণের অভিযোগ আসছিলো। গ্রামবাসীরা একটু আতঙ্কের মধ্যে আছে সেইজন্য ডেপুটেশন জমা দিলো ফাঁড়িতে। পঞ্চয়েত থেকেও উদ্ধোত্তর কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। খুব কম সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মলানদিঘী গ্রাম পঞ্চয়েত প্রধান।
এদিকে, করোনা সংক্রমণের বিরুদ্ধে, লড়াইয়ে নামতে গিয়ে সামাজিক দুরত্বের সরকারের সতর্কীকরনের নিয়মটাই ভেঙে ফেললো গ্রামবাসীরা।