টোটোতে ডাম্পারের ধাক্কা, ঘটনাস্থলেই মৃত্যু পাঁচজনের
আমার কথা, পূর্ব বর্ধমান, ৪ এপ্রিলঃ
সোমবার ভোরে ডাম্পারের সঙ্গে টোটোর সংঘর্ষ ঘটে বর্ধমান বোলপুর জাতীয় সড়কের ঝিঙ্গুটিতে। তাতে মৃত্যু হয় টোটো চালক সহ একই পরিবারের ৪ জনের। মৃতরা হল গঙ্গা সাঁতরা(৬৫), সরস্বতী সাঁতরা(৫৯), সীমা সাঁতরা(৪০),মামণি সাঁতরা(৩২) এবং টোটোচালক মইনউদ্দিন মিদ্যা(৩৬)।
জানা গিয়েছে, ভোর পাঁচটা নাগাদ একটি টোটোতে করে এক পরিবারের চারজন মাছ ধরার উদ্দ্যেশ্যে যাচ্ছিলেন। এদের বাড়ি পূর্ব বর্ধমানের পালিতপুর গ্রামে। টোটোচালক মইনউদ্দিনের বাড়ি সিজেপাড়া এলাকায়। জানা গেছে গ্রাম থেকে টোটোটি বর্ধমান সিউড়ি রোডে উঠতেই গুসকরার দিক থেকে একটি পাথর বোঝাই ডাম্পার সজোরে ধাক্কা মারে টোটোটিকে। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় টোটোচালক সহ পাঁচ জনের। পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে বর্ধমান মেডিকেল কলেজের পুলিশ মর্গে। আটক করা হয়েছে ঘাতক ডাম্পারটিকে। তবে ডাম্পারের চালক ও খালাসি পলাতক।