ইস্পাত উৎপাদনে বাড়তি গুরুত্ব পাবে দুর্গাপুর ও বার্ণপুর, প্রতিশ্রুতি কেন্দ্রীয় মন্ত্রীর

আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ১৯ডিসেম্বরঃ
ইস্পাত উৎপাদনে বাড়তি গুরুত্ব পেতে চলেছে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর ও বার্ণপুর, অন্ডালে কাজী নজরুল ইসলাম বিমানবন্দর এর বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথাই জানালেন কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
দেশে ইস্পাত উৎপাদনের ক্ষমতা বৃদ্ধির সম্ভাবনা খতিয়ে দেখতে শুক্রবার দুর্গাপুর ও বার্ণপুর পরিদর্শনে আসেন কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী ধর্মেন্দ্রর প্রধান। এদিন দিল্লি থেকে বিমানে করে তিনি কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে নামেন। সেখানে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান বর্তমানে দেশে ১৫০ মেট্রিক মিলিয়ন টন উৎপাদন হয়। দেশ ও বিশ্বের প্রতিনিয়ত ইস্পাতের চাহিদা বাড়ছে। তাই আগামী দিনে দেশে ইস্পাতের উৎপাদনের লক্ষ্যমাত্রা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। ২০২১ সালের মধ্যে দ্বিগুন অর্থাৎ ৩০০ মিলিয়ন মেট্রিক টন ইস্পাত উৎপাদনের লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। লক্ষ্য মাত্রা পূরণে পশ্চিমবঙ্গের দুর্গাপুর ও বার্ণপুরের স্টিল কারখানা গুলিকে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। সেই উদ্দেশ্যেই এ দিনের সফর বলে জানান ইস্পাত মন্ত্রী। বলেন বর্তমানে কারখানাগুলিতে কি পরিকাঠামোর রয়েছে, বাড়তি উৎপাদনের জন্য পরিকাঠামোগত কি উন্নতির প্রয়োজন সেইগুলি সমীক্ষা করে রিপোর্ট তৈরি করা হবে। সেই রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।