দুর্গাপুরের বিজেপি বিধায়ক “নিখোঁজ”- নঈমনগরে পড়ল পোস্টার
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৯মেঃ
দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই নিখোঁজ, তাঁর খোঁজ চেয়ে পোস্টার পড়ল দুর্গাপুরের নঈমনগর এলাকায়। ওই এলাকার একটি স্থানীয় ক্লাবে সদস্যরা পোস্টারটি লাগায় বলে জানা গিয়েছে।
ক্লাব সদস্যদের বক্তব্য দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে বিজেপির টিকিটে জিতেছেন লক্ষ্মণ ঘোড়ুই। কিন্তু নির্বাচনের ফল বেরোনোর পর থেকে তাঁকে একবারের জন্যও এলাকায় দেখা যায়নি। একেই করোনার পরিবেশ তার সাথে আবার ঘূর্ণিঝড়ের প্রভাবে বিপর্যস্ত মানুষজন। কিন্তু বিধায়ককে এই অবস্থায় একদিনের জন্যও সাধারন মানুষের পাশে এসে দাঁড়াতে দেখা যায়নি তাই সংবাদ মাধ্যমের দৃষ্টি আকর্ষনের জন্য এই পোস্টার লাগানো হয়েছে বলে জানান ক্লাব সদস্য মহম্মদ আক্রম খান।