শিশুকন্যাকে যৌণ নির্যাতন, অভিযুক্তকে সাজা দিলো দুর্গাপুর আদালত
আমার কথা, দুর্গাপুর, ২৬ এপ্রিল:
শিশুকন্যাকে যৌন নির্যাতন মামলায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করলেন বিচারক। শুক্রবার দুর্গাপুর আদালতে এই রায় ঘোষণা করেন অ্যাডিশনাল জুডিশিয়াল স্পেশাল (পসকো) কোর্ট কাম অ্যাডিশনাল জাজ শৈলেন্দ্র কুমার সিং।
২০১৭ সালের ১৭ই জুন অন্ডাল থানার সাউথ বাজার রয়ালিটি মোড় নয়া মহল্লা এলাকায় যৌন নির্যাতনের শিকার হয় আড়াই বছরের একটি শিশু কন্যা। ঐদিনই শিশু কন্যার অভিভাবক অন্ডাল থানায় যৌন নির্যাতনে অভিযুক্ত শামীম ওয়ারসি নামে বছর ত্রিশের এক ব্যক্তির নামে অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। অভিযুক্তের বিরুদ্ধে ইউএস ৩২৩ আইপিসি এবং ৪/৬ পসকো অ্যাক্টে এফআইআর দায়ের হয়। মামলাটির বিচার প্রক্রিয়া শুরু হয় দুর্গাপুর মহাকুমা আদালতে। ২৮ শে জুন ২০১৭ তারিখে পুলিশ মামলার চার্জশিট জমা করে আদালতে। মামলায় সরকারি আইনজীবী দেবব্রত সাঁই শুক্রবার জানান এই মামলাতে মোট দশজন সাক্ষী দিয়েছে আদালতে। সবার সাক্ষী ও তথ্য প্রমাণের ভিত্তিতে গত বুধবার বিচারক অভিযুক্ত শামীম ওয়ারসিকে দোষী সাব্যস্ত করেন। আজ শুক্রবার মামলাটির সাজা ঘোষণা করেন বিচারক। শামীম ওয়ারসির দশ বছর সশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা হয়।
সরকারি আইনজীবী দেবব্রত সাঁই বলেন বিচারের রায়ে আমরা খুশি। সত্যের জয় হল, শিশুটিও বিচার পেল। অন্যদিকে অভিযুক্তের আইনজীবী বা তার পরিবারের সদস্যদের কারো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।