মন্ত্রী হতে চলেছেন দুর্গাপুর পূর্বের বিধায়ক প্রদীপ মজুমদার?
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২ আগস্টঃ
রাজ্যের বানিজ্য ও শিল্প মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে শিক্ষায় দুর্নীতির অভিযোগ নিজেদের হেফাজতে নিয়েছে ইডি আর এই ঘটনায় বেশ অস্বস্তিতে পড়েছে ঘাসফুল শিবির। প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারের পরেই তাঁর কাছ থেকে মন্ত্রীত্ব কেড়ে নেওয়া হয়। এই ঘটনাকে ঘিরে নিন্দায় সরব হয়েছে বিরোধীরা। এদিকে খুব কাছেই রয়েছে পঞ্চায়েত নির্বাচন। কিন্তু পার্থর ঘটনায় তৃণমূলকে বেশ ব্যাকফুটে যেতে হয়েছে যার প্রভাব আসন্ন পঞ্চায়েত ভোটেও পড়তে পারে বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশ। এমতবস্থায় মন্ত্রীসভায় বড় রদবদল করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তবে এই নতুন মন্ত্রীসভায় কার কার ভাগ্যে শিকে ছিঁড়বে সেটা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।
তবে সুত্রের খবর মন্ত্রীসভায় তারাই জায়গা পাবেন যাদের একটি স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে। সেই হিসেবে নাম উঠে আসছে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর পূর্বের বিধায়ক প্রদীপ মজুমদারের। প্রথম থেকেই মুখ্যমন্ত্রীর ‘গুড বুক’ এ রয়েছেন প্রদীপবাবু। কৃষি উপেদেষ্টা হিসেবে মুখ্যমন্ত্রীর খুব কাছের একজন তিনি, আর শুধু তাই নয় প্রদীপবাবুর উপর বেশ ভরসা রাখেন মমতা বন্দোপাধ্যায় বলে সুত্র মারফত জানা গিয়েছে। তাই নতুন মন্ত্রীসভায় জায়গা পেতে চলেছেন বিধায়ক প্রদীপ মজুমদার বলে সুত্রের খবর। তবে কোন মন্ত্রীত্ব পেতে চলেছেন সেটা এখনই নিশ্চিত করে বলা না গেলেও যেহেতু তিনি একটি বহুজাতিক সংস্থার সি.ই.ও ছিলেন ফলে শিল্প ও বানিজ্যের ক্ষেত্রে তাঁর সেই অভিজ্ঞতা রাজ্যকে সমৃদ্ধ করতে পারে শিল্পায়নের ক্ষেত্রে। তবে পাশাপাশি অপর এক সুত্র বলছে বিধায়ক বাবুল সুপ্রিয়ো কেন্দ্রীয় ভারী শিল্পমন্ত্রকের প্রতিমন্ত্রী ছিলেন তাঁর সেই অভিজ্ঞতাকেও কাজে লাগানো যেতে পারে। আর যদি হয় সেক্ষেত্রে প্রদীপবাবু পরিষদীয় দপ্তরের মন্ত্রী হতে পারেন। আবার কৃষি উপদেষ্টার অভিজ্ঞতাকেও তো উপেক্ষা করা যায় না আর তাই প্রদীপবাবুর হাতে কৃষি দফতরের দায়িত্বও তুলে দেওয়া হতে পারে বলে সুত্রের খবর। পাশাপাশি প্রদীপ মজুমদারের মন্ত্রী হওয়ার কারন হিসেবে সুত্রের খবর এও বলছে যে আগামী মাসের মধ্যে দুর্গাপুর নগর নিগমের বোর্ডের মেয়াদ শেষ হতে চলেছে। তাই পুরভোটে জিততে গেলে প্রদীপ মজুমদারের মতো একজন স্বচ্ছ ভাবমূর্তির নেতাকেই কান্ডারী করা দরকার এই ভোট বৈতরনী পার করার জন্য। কারন গত পুরভোটে দুর্গাপুরে যেভাবে ভোট লুট হয়েছিল তা নিয়ে আজ পাঁচ বছর পেরিয়ে গেলেও এখনও বেজায় ক্ষুব্ধ শিল্পাঞ্চলবাসী। তাই এবারে আর কোনো রকম ঝুঁকি নিতেই রাজী নয় ঘাসফুল শিবির আর তাই এই মুহূর্তে বিধায়ক প্রদীপ মজুমদারের উপরেই ভরসা রাখতে চাইছেন সুপ্রিমো বলে সুত্রের খবর। তবে সব জল্পনার অবসান ঘটবে রাত পেরোলে আগামীকাল। বুধবারই মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত জানা যাবে। জানা যাবে কার হাত থেকে গেল মন্ত্রীত্ব আর কে হলেন নতুন মন্ত্রী