খুলে গেল দুর্গাপুরের জাংশন মল, জেনে নিন মলে প্রবেশের নিয়মকানুন

আমার কথা, পশ্চিম বর্ধমান, ৮জুনঃ
কেন্দ্রে অনুমতিতে আজ থেকে দেশের বিভিন্ন রাজ্যে খুলে গেল শপিংমলগুলি। তবে করোনা সংক্রমণের মধ্যে শপিং মল খুললেও মেনে চলতে হবে বেশ কিছু নিয়ম। সেই সমস্ত নিয়মের তালিকাও প্রকাশ করেছে কেন্দ্র, আর সেই তালিকা মেনে চলার দায়ভার নিতে হবে শপিংমল কর্তৃপক্ষ সহ গ্রাহকদের।
শিল্পাঞ্চল দুর্গাপুরে সব থেকে বড় শপিংমল জাংশন মলও খুলে গেল আজ থেকে। তবে হ্যাঁ করোনা আবহে এই মল খুলল বলেই অবশ্যই এই মলের ক্ষেত্রেও থাকছে নিয়মের যথেষ্ট কড়াকড়ি। একই ছাদের তলায় বিভিন্ন দ্রব্য সহ রেস্তোরাঁ থাকায় সামাজিক দুরত্ব সহ স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে যথেষ্ট সচেতনভাবে পুরো বিষয়টাই দেখভাল করা হবে বলে জানান শপিং মল কর্তৃপক্ষ।
জাংশন মলের তরফে প্রতীক চক্রবর্তী জানান যে, মল খোলার বেশ কিছুদিন আগে থেকেই জাংশন মলের প্রতিটি দোকান থেকে শুরু করে প্রতিটা কোনা পুরোপুরো জীবানুমুক্ত করার কাজ শুরু করা হয়েছিল। প্রথম এই শর্তে মল খোলা হল যে বয়স্ক ও শিশুদের এই মলে প্রবেশ নিষেধ। প্রত্যেকের মোবাইলে ‘আরোগ্য সেতু” থাকা আবশ্যিক। পাশাপাশি তামাকজাত কোনো দ্রব্য নিয়ে মলে প্রবেশ করা যাবে না। এছাড়াও মলে ঢুকতে গেলে মুখে মাস্ক থাকতে হবে। মলের প্রবেশদ্বারগুলোতে স্যানিটাজেশন মেসিন রাখা থাকছে। সেই মেসিন থেকে স্যানিটাইজ করে, থার্মাল চেক করে, আরোগ্য সেতু দিয়ে পরীক্ষা করানো পর তবেই এই মলে প্রবেশ করতে পারবেন গ্রাহকরা। চারজনের বেশী কেউ লিফটে চাপতে পারবেন না। এছাড়াও প্রতীকবাবু জানান যে, জাংশন মলের ভেতর পুরোটাই শীতাতপ নিয়ন্ত্রিত আর করোনা মোকাবিলার ক্ষেত্রে তা একটি অন্তরায় হয়ে দাঁড়াতে পারে তাই সেক্ষেত্রে ২৪ডিগ্রি তাপমাত্রার মধ্যেই রাখা হবে। সাথে প্রত্যেকটি দোকানের বন্ধ দরজা সব সময়ের জন্য খুলে রাখা হবে। প্রতিটি দোকানে সর্বাধিক ৪-৫ জন ব্যাক্তি প্রবেশের অনুমতি পাবেন। মলের ভেতর এমনকি মলে প্রতিটি দোকানের ভেতরে যাতে সামাজিক দুরত্ব মেনে চলা হয় তার জন্য দাগ কেটে দেওয়া হয়েছে।
পাশাপাশি এই মলের ভেতর রয়েছে বেশ কিছু রেস্তোরা সহ খাবারের দোকান। সেক্ষেত্রে যথেষ্ট সচেতনতা অবলম্বন করছে মল কর্তৃপক্ষ। প্রতিটি রেস্তোরাঁ বা খাবারের দোকানগুলিতে বসার ব্যবস্থা আগের তুলনায় কমিয়ে তা পঞ্চাশ শতাংশ করে দেওয়া হয়েছে যাতে সামাজিক দুরত্ব বজায় রাখা সম্ভব হয়। এছাড়াও পারষ্পরিক স্পর্শ এড়ানোর জন্য যা যা পন্থা অবলম্বন করা সম্ভব তাও দেখা হচ্ছে বলে জানান মল কর্তৃপক্ষ।