দুর্গাপুরে ম্যারাথন দৌড়ের আয়োজন জয় বালাজি গ্রুপের উদ্যোগে
আমার কথা, দুর্গাপুর, ১৩ ডিসেম্বর:
গত দু বছরের ন্যায় এ বছরও ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে জয় বালাজি গ্রুপের পক্ষ থেকে। আগামী ২২ ডিসেম্বর দুর্গাপুরে এই ১০কি.মি দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। মহিলা, পুরুষ ও শিশুদের জন্য অর্থাৎ সপরিবারে যাতে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারে, সেই বিষয়টি মাথায় রেখে জয় বালাজি গ্রুপ এই প্রতিযোগিতায় প্রত্যেকের জন্য আলাদা আলাদা বিভাগ রেখেছে। এই প্রতিযোগিতাকে চারটি বিভাগে ভাগ করা হয়েছে।
১) ১০ কি.মি যেখানে মহিলা পুরুষ সকলেই ভাগ নিতে পারবেন।
২) এন্ডুরা (পুরুষ-মহিল)- ৫ কি.মি
৩) মহিলাদের জন্য বিশেষ বিভাগ। অর্থাৎ শাড়ি দৌড়-২ কি.মি
৪) শিশুদের জন্য- ২ কি.মি
দৌড় শুরু হবে গান্ধী মোড় থেকে। শেষ হবে ফের গান্ধী মোড়ে এসেই। এই প্রতিযোগিতার প্রাইজ মূল্য রাখা হয়েছে মোট ৫ লক্ষ টাকা। নাম রেজিস্ট্রশন অনলাইনে করা যাবে আর অফলাইনে করতে হলে দুর্গাপুরের জাংশন মলে দুপুর ১২টা থেকে সন্ধ্যে ৭ টার মধ্যে গিয়ে করা যেতে পারে। অনলাইনে করতে হলে www.jbgdurgapur10k.sportz.in এই সাইটে নিজের নাম রেজিস্ট্রেশন করাতে পারবে।
গত ১১ ডিসেম্বর দুর্গাপুরের সিটিসেন্টারে একটি হোটেলে জয় বালাজি গ্রুপের পক্ষ থেকে দৌড় প্রতিযোগিতা বিষয়ক একটি সাংবাদিক বৈঠক করা হয়। উপস্থিত ছিলেন, জয় বালাজি গ্রুপের ডিরেক্টর গৌরব জাজোদিয়া, ইভেন্টের সংগঠক, স্পোর্টিজ এর সিইও নিশান্ত মহেশ্বরী, ইভেন্টের মেডিক্যাল পার্টনার মিশন হাসপাতালের সিনিয়র জেনারেল ম্যানেজার মলয় ভট্টাচার্য। এদিন সাংবাদিক বৈঠকে প্রতিযোগীতার অফিসিয়াল টি-শার্ট, পদক ও রুট ম্যাপ উন্মোচন করা হয়।
জয় বালাজি গ্রুপের ডিরেক্টর গৌরব জাজোদিয়া বলেন, দুর্গাপুরের মানুষকে স্বাস্থ্য সচেতন করতেই মূলত আমাদের এই উদ্যোগ। আমরা গত দু বছর ধরে এই প্রতিযোগিতার আয়োজন করছি আর তাতে প্রচুর মানুষের সাড়া পেয়েছি। এবছর আমাদের নতুন সংযোজন হল শাড়ি দৌড়। মূলত: গৃহবধূদের কথা মাথায় রেখেই এই অভিনব আয়োজন। ইতিমধ্যেই আমরা প্রায় ৩০০০ প্রতিযোগীর নাম পেয়েছি। আশা করছি আরো প্রতিযোগীর নাম পাবো।