“অগণতান্ত্রিক পদ্ধতি” তে পদত্যাগ করেছেন দুর্গাপুরের মেয়র, বিক্ষোভ বিজেপির
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২১ ডিসেম্বরঃ
দুর্গাপুর নগর নিগমের অন্তগত ৪৩টি ওয়ার্ডে নাগরিক পরিষেবা ভেঙে পড়েছে, একই সাথে মেয়াদ শেষের আগেই অগণতান্ত্রিক পদ্ধতিতে পদত্যাগ করেছেন মেয়র দিলীপ অগস্থি। এমনই বেশ কিছু অভিযোগ তুলে আজ মঙ্গলবার দুর্গাপুর নগর নিগমের পাশে বিক্ষোভ সমাবেশ করল বিজেপি। বিক্ষোভ প্রদর্শণের পর পুরসভার কমিশনারকে ডেপুটেশন দেয় বিজেপি নেতৃত্বরা।
বিক্ষোভ কর্মসূচিতে ছিলেন দলের রাজ্য সহ সভাপতি রাজু ব্যানার্জী, দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুই, স্থানীয় কাউন্সিলার চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য দলীয় নেতৃবৃন্দ।
বিজেপির বিক্ষোভকে গুরুত্ব দিতেই নারাজ শাসকদল।
প্রসঙ্গত, চলতি মাসের ১৩ তারিখে জেলাশাসকের কাছে নিজের পদত্যাগ পত্র জমা দেন মেয়র দিলীপ অগস্থি। এদিকে বোর্ডের মেয়াদ শেষ হতে এখনও ৪-৫ মাস বাকি। তাই এই কয়েক মাসের জন্য নতুন মেয়র কাকে করা হবে তা নিয়ে চলছে জোর জল্পনা। ২৪তারিখ নতুন মেয়র নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়েছে বলে নগর নিগম সূত্রে খবর।