করোনা সংক্রমণ ঠেকাতে দুর্গাপুর নগর নিগম শুরু করল “র্যাপিড অ্যান্টিজেন টেস্ট”
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২০মেঃ
করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই রাজ্যে ক্রমশ মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। ক্রমশ বাড়তে থাকা এই করোনা সংক্রমণ ঠেকাতে এবার বিনামূল্যে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট শুরু করল দুর্গাপুর নগর নিগম। দুর্গাপুরের সিটি সেন্টারে সিধু কানু স্টেডিয়ামে দুর্গাপুর নগর নিগমের পক্ষ থেকে বিনা মূল্যে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের প্রথম দিনে ভীড় ছিল চোখে পড়ার মতো। প্রতিদিন প্রায় ৫০ জন করে মানুষের টেস্ট করা হবে এবং দীর্ঘ দিন ধরে চলবে বলে জানান দুর্গাপুর নগর নিগমের স্বাস্থ্য দফতরের মেয়র পারিষদ সদস্য রাখি তিওয়ারি।
পাশাপাশি এই উদ্যোগে খুশি দুর্গাপুরবাসী।