লকডাউনের কঠিন পরিস্থিতি মোকাবিলায় এবার রক্তদানে এগিয়ে এলেন দুর্গাপুরের পুলিশকর্মীরা
আমার কথা, পশ্চিম বর্ধমান, ১এপ্রিলঃ
করোনা ভাইরাসের সংক্রমণ আটকাতে দেশ জুড়ে চলছে লকডাউন। আর এই লকডাউনের জেরে দেশবাসী একপ্রকার বন্দীদশা কাটাচ্ছেন নিজেদের ঘরবন্দী করে। করোনা মোকাবিলা হয়ত ঘরে নিজেদের আটকে রেখে করা সম্ভব কিন্তু রক্তের প্রয়োজনীয়তা কি মিটবে ঘরবন্দী থাকলে? এরকমই এক সন্দেহ দেখা গেছিল লকডাউন শুরু হওয়ার সাথে সাথে। আর যে সন্দেহ দেখা দিয়েছিল আজ তা বাস্তবে পরিণত হয়েছে। যত দিন যাচ্ছে ক্রমশ রক্তের সংকট দেখা দিচ্ছে। এমতবস্থায় কঠিন পরিস্থিতি মোকাবিলায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের আবেদনে এগিয়ে এলেন রাজ্যের পুলিশকর্মীরা।
পশ্চিম বর্ধমান জেলায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে দুর্গাপুর এলাকার যে সমস্ত থানা রয়েছে সেই সমস্ত থানার পুলিশকর্মীদের মিলিত প্রচেষ্টায় আজ থেকে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আগামী ১০ই এপ্রিল(৪/৫বাদে) পর্যন্ত্য প্রতিদিন ২০ জন করে পুলিশকর্মী রক্তদান করবেন।
লকডাউনের নিয়মানুসারে এক জায়গায় বেশী ভিড় করা চলবে না, বা একে অপরের সাথে কমপক্ষে এক মিটার দুরত্ব নজায় রাখতে হবে। সেই সাবধানতাকে অব্লম্বন করে দুর্গাপুর মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকের ভেতরে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। দুর্গাপুর মহকুমা ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরামের পরিচালনায় এই শিবিরে আজ মোট ২২জন পুলিশকর্মী রক্তদান করেন। বিধাননগর ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক চিন্ময় চক্রবর্তীকে দিয়ে এই শিবিরের সূচনা হয়। এই শিবিরে আজ
দুর্গাপুর থানার – ৩ জন
নিউটাউনশীপ থানার – ৩ জন
কোকওভেন থানার – ২ জন
মুচিপাড়া ট্রাফিক গার্ড -২জন
কাকসা থানার – ১জন
কাঁকসা ট্রাফিক গার্ড -২জন
বুদবুদ থানা -২জন
পাণ্ডবেশ্বর থানা -৪জন
অন্ডাল থানা – ২জন পুলিশকর্মী রক্তদান করেন।
এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন এসিপি(পূর্ব) স্বপন দত্ত, আইনজীবী আয়ূব আনসারী, দুর্গাপুর ব্লাইন্ড রিলিফ সোসাইটির রঞ্জন ব্যানার্জি, রাজ্যের রক্তদান আন্দোলনের অন্যতম সংগঠক রাজেশ পালিত শিবিরে উপস্থিত হয়ে সকলকে উৎসাহিত করেছেন। লকডাউনে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় যেমন পুলিশকর্মীদের দিন রাতের ঝুঁকিপূর্ন অক্লান্ত পরিশ্রমকে সাধুবাদ জানাচ্ছেন সাধারণ মানুষ, সেরকমই আজ থেকে আবার রক্তদানের মতো এরকম একটি মহতী কাজে পুলিশের অগ্রণী ভূমিকাকে ফের একবার সাধুবাদ জানালেন ফেডারেশন অফ ব্লাড ডোনার অরগানাইজেশানস অফ ইন্ডিয়া-পশ্চিমবঙ্গ রাজ্য শাখার সম্পাদক কবি ঘোষ।