চুরি যাওয়া ২৫ টি মোবাইল ফেরত দিলো দুর্গাপুর পুলিশ
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২০মেঃ
বিভিন্ন ভাবে হারিয়ে যাওয়া ২৫টি মোবাইল তাদের মালিকদের হাতে তুলে দিলো দুর্গাপুরের নিউটাউনশিপ থানার পুলিশ।
পুলিশ সুত্রে জানা গিয়েছে গত চার-পাঁচ মাস ধরে চুরি যাওয়া মোবাইল ফোনের মালিকরা থানায় অভিযোগ দায়ের করে। তদন্তে নেমে পুলিশ কয়েকজন মোবাইল চোরকে গ্রেফতার করে। তাদের জেরা করে দুর্গাপুরের বিভিন্ন জায়গা সহ সংলগ্ন জেলা থেকে এই মোবাইলগুলি উদ্ধার করে। আজ শুক্রবার এই মোবাইলগুলি তাদের আসল মালিকদের হাতে তুলে দেওয়া হয় নিউটাউনশিপ থানা থেকে। মোবাইলগুলি মালিকদের হাতে তুলে দেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি(পূর্ব) অভিষেক গুপ্তা, এসিপি(পূর্ব) প্রবুদ্ধ বন্ধোপাধ্যায়, থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত হালদার।
ডিসিপি(পূর্ব) অভিষেক গুপ্তা বলেন, ফোনগুলি হারিয়ে যাওয়ার পর তাদের মালিকরা থানায় জানান। এরপর পুলিশ তৎপরতার সাথে সেগুলি খুঁজে বের করে আর মোবাইল মালিকদের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ সাধারন মানুষের যে কোনো সমস্যার ক্ষেত্রেই তাদের পাশে আছে আর সমস্যা সমাধানে সদা তৎপর।